‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা হবে চলতি বছর চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের প্রধান আলোচনার বিষয়: চীনা মুখপাত্র
2024-08-27 21:20:45

অগাস্ট ২৭: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (মঙ্গলবার) বেইজিংয়ে জানান, উচ্চ মানের ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা হবে এ বছর চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলনের প্রধান আলোচনার বিষয়।


তিনি জানান, অবকাঠামো হচ্ছে আফ্রিকার উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি। আফ্রিকার দেশগুলো ব্যাপকভাবে আন্তঃযোগাযোগ বাস্তবায়ন করতে চায়। অনেক বছর ধরে, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম এবং ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতার আওতায়, আফ্রিকার দেশগুলোর অবকাঠামো ও আন্তঃযোগাযোগ উন্নয়ন এবং টেকসই উন্নয়ন বাস্তবায়নের খাতে দৃঢ়ভাবে সমর্থন দিয়েছে চীন। 


তিনি জানান, চীন ও আফ্রিকার সহযোগিতা প্রকল্পে মোট ১ লাখ কিলোমিটার সড়ক, দশ হাজার কিলোমিটারের বেশি রেলপথ, প্রায় এক হাজার সেতু এবং প্রায় একশ’ বন্দর নতুন করে নির্মাণ বা উন্নত করা হয়েছে। চীনা শিল্পপ্রতিষ্ঠানের সাহায্যে আফ্রিকার অর্ধেকেরও বেশি উচ্চ গতির ব্রডব্যান্ড নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, যা ৯০ কোটিরও বেশি আফ্রিকান মানুষকে সেবা দিচ্ছে। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)