একতরফা নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেওয়ার আহ্বান চীনা দূতের
2024-08-22 15:26:20

আগস্ট ২২, সিএমজি বাংলা ডেস্ক: কিছু দেশ চীনের ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপ করছে, যা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদ অনুযায়ী বেআইনি। এগুলো অবিলম্বে তুলে নেওয়া উচিত। বুধবার এমন আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং।

ফু ছোং জানান, নিষেধাজ্ঞাগুলো শুধু নির্দিষ্ট কিছু দেশের অর্থনৈতিক ও সামাজিক সমস্যাকেই গভীর করছে না বরং নতুন সংঘাত ও অস্থিতিশীলতার ঝুঁকিও তৈরি করছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উন্মুক্ত বিতর্কের সময় ফু ছোং জোর দিয়ে আরও বলেন, কার্যকর সংঘাত প্রতিরোধে অনুকূল বাহ্যিক পরিবেশ প্রয়োজন। এ ধরনের  নিষেধাজ্ঞায় সেই পরিবেশটাই ক্ষতিগ্রস্ত হয়।

একটি উন্মুক্ত, বৈষম্যহীন আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্য পরিবেশের প্রয়োজনীয়তার ওপর জোর দেন ফু ছোং, যাতে উন্নয়নশীল দেশগুলো বিশ্বব্যাপী অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতায় সমানভাবে অংশ নিতে পারে।

একতরফাবাদ এবং অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের নিন্দা করে আধিপত্যের বিরুদ্ধে চীনের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ফু। তিনি বলেন, দারিদ্র্য এবং অনুন্নয়নই সংঘাতের প্রধান উৎস এবং স্থায়ী শান্তি অর্জনের জন্য দারিদ্র্য হ্রাস অপরিহার্য।

স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন বজায় রাখার ক্ষেত্রে কার্যকর শাসনের গুরুত্বে জোর দিয়ে ফু ছোং বলেন, সরকারকে বাজারের ঘাটতিগুলো মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং জনকল্যাণ ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বিনিয়োগ করতে হবে।

ফু যোগ করেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, বিশেষ করে নারী এবং অন্যান্য গোষ্ঠীর মানবাধিকার রক্ষা, শান্তির একটি স্থায়ী ভিত্তি তৈরিতে গুরুত্বপূর্ণ। তিনি চীন-জাতিসংঘ শান্তি ও উন্নয়ন ট্রাস্ট তহবিলের মতো উদ্যোগের সাফল্য ইঙ্গিত করে গ্লোবাল সাউথকে সমর্থন করতে চীনের প্রতিশ্রুতি তুলে ধরেন।

এই তহবিলের অধীনে একটি উল্লেখযোগ্য প্রকল্প হল চুনছাও প্রযুক্তি, যা ১০৭টি দেশের কৃষকদের মাশরুম চাষ এবং পশুপালনে সাহায্য করছে। চুনছাও প্রযুক্তিতে অবদান রাখার জন্য এর উদ্ভাবক প্রফেসর লিন চানসির প্রচেষ্টার প্রশংসাও করেন ফু।

ফয়সল/শান্তা