হাজার বছরের পুরনো লবণ ক্ষেত্র
2024-08-21 17:40:34

আগস্ট ২১, সিএমজি বাংলা ডেস্ক: এক হাজার বছরের ইতিহাস রয়েছে বাইচা লবণ ক্ষেত্রের। হাজার বছরের পুরনো এই লবণ উৎপাদন ক্ষেত্রের অবস্থান উত্তর পশ্চিম চীনের ছিংহাই প্রদেশের ইয়ুশু টিবেটান স্বায়ত্তশাসিত প্রিফেচারে অবস্থিত। এখানকার নাংছিয়ান কাউন্টির বাইচা টাউনশিপের বাইচা সল্ট ফিল্ড লবণ উৎপাদনের দীর্ঘ ইতিহাসের জন্য খ্যাত। সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার মিটার উচ্চতায় মালভূমিতে অবস্থিত এই লবণ ক্ষেত্র প্রাকৃতিক দৃশ্যের জন্যও বিখ্যাত।

চারপাশে পাহাড় ঘেরা এই প্রাচীন লবণক্ষেত্র দেখতে আসেন অনেক পর্যটক।

শান্তা/নাহার