ইয়াংজি নদীতে বিপন্ন প্রজাতির স্টার্জন ফিশের দেখা মিলেছে
2024-08-21 17:39:12

আগস্ট ২১, সিএমজি বাংলা ডেস্ক: বিপন্ন প্রজাতির ইয়াংজি-স্টার্জন ফিশের দেখা মিলেছে ইয়াংজি নদীতে। এই প্রজাতির মাছ চীনে প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে রয়েছে। দক্ষিণ পশ্চিম চীনের ইয়ুননান প্রদেশের ইয়াংজি নদীর উপরের স্রোতধারায় মাছটি দৃষ্টি গোচর হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে স্থানীয় কৃষি কর্তৃপক্ষ।

আলোকচিত্রীরা সম্প্রতি এই বিপন্ন প্রজাতির মাছের ছবি তুলেছেন বিপুল উৎসাহে। শুইফু শহরের মাছধরা স্টেশনের প্রধান লুও সিংকুয়ো বলেন, ‘এই ভিডিওর মাধ্যমে প্রমাণ হয়েছে যে এখানকার অন্য মাছের প্রজাতির সঙ্গে ইয়াংজি-স্টার্জন ফিশ সামঞ্জস্যপূর্ণভাবে সহাবস্থান করছে। তার মানে মাছ ধরা নিষেধাজ্ঞা নিয়ম ইতিবাচক ফলাফল বয়ে এনেছে।’

লু জানান, এ শহর সংলগ্ন নদীর স্রোতে ২০২৩ সাল থেকে এ পর্যন্ত ৬২ প্রজাতির মাছ পর্যবেক্ষণ করা হয়েছে যার মধ্যে বেশ কিছু বিরল প্রজাতির মাছ রয়েছে। এই অঞ্চলে বিরল এবং স্থানীয় মাছের বৈচিত্র্য বৃদ্ধি পাচ্ছে বলেও জানান তিনি।

ইয়াংজি-স্টার্জন ডাব্রি’স স্টার্জন নামেও পরিচিত । এই প্রজাতি বিশ্বের প্রাচীনতম মেরুদণ্ডী প্রাণীর অন্যতম।

শান্তা/নাহার