আগস্ট ২০: চীনা প্রতিরক্ষা মন্ত্রী তোং চুন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে ভিয়েতনামের প্রতিরক্ষামন্ত্রী ফান ভ্যান গিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন।
তোং চুন বলেন, চীন ও ভিয়েতনামের উচিত কৌশলগত তাত্পর্যহ অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা, দু’দেশের বাহিনীর শীর্ষ নেতাদের নির্দেশনায় বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা উন্নত করা, রাজনৈতিক কাজ, কর্মী প্রশিক্ষণ, আন্তর্জাতিক সহযোগিতা, যৌথ মহড়া ইত্যাদি খাতের সহযোগিতা জোদার করা, আরও বেশি বাস্তব ফলাফল অর্জনের জন্য চেষ্টা করা।
ফান ভ্যান গিয়াং বলেন, ভিয়েতনাম চীনের সঙ্গে পারস্পরিক সফর, বন্ধুত্বপূর্ণ সীমান্ত বিনিময় ইত্যাদি ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে এবং দু’দেশের সামরিক সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত করতে ইচ্ছুক।
(তুহিনা/হাশিম/লিলি)