চীনা মুদ্রার ব্যবহার বেড়েছে ব্রাজিলে
2024-11-19 15:09:00

নভেম্বর ১৯, সিএমজি বাংলা ডেস্ক: বড় লেনদেন ও অর্থ পরিশোধে চীনা মুদ্রা ইউয়ান বা আরএমবি’র ব্যবহার বেড়েছে ব্রাজিলে। আরও বেশি ব্রাজিলিয়ান ব্যবসায়ী এখন অর্থপ্রদান প্রক্রিয়া দ্রুততর করতে সরাসরি এ মুদ্রা ব্যবহার করছে। সম্প্রতি সিজিটিএন’কে দেওয়া সাক্ষাৎকারে চীনের ব্যাংক অব কমিউনিকেশনের নির্বাহী প্রেসিডেন্ট আলেকজান্দার লোয়েনক্রন জানালেন এ তথ্য।

সম্প্রতি আরও বেশি চীনা ব্যাংক ও প্রতিষ্ঠান ব্রাজিলে তাদের প্রতিষ্ঠান চালু করায় স্থানীয়দের কেনাকাটার ধরনেও এসেছে নতুনত্ব। আবার অনেকে তাদের ব্যবসাকে চীনের ব্যাংকগুলোর অধীনেও আনতে ইচ্ছুক।

চীনের ব্যাংক অব কমিউনিকেশনস সম্প্রতি ব্রাজিলের প্রাচীনতম ব্যাংক অব বাহিয়ার সঙ্গে হাত মিলিয়েছে। এক দশক আগে এই ব্যাংকটি ব্রাজিলের প্রাচীনতম আর্থিক প্রতিষ্ঠান বাংকো বিবিএম-এর ৮০ ভাগ শেয়ার কিনেছিল।

এ ছাড়া চীন ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য বৃদ্ধি অব্যাহত রয়েছে, যা বছরে মোট ১৭০ বিলিয়ন ডলারের বেশি।

 

ফয়সল/শান্তা

 

তথ্য ও ছবি: সিসিটিভি