মোজাম্বিকের নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে চীনের ‘পিস আরক’
2024-08-20 17:13:01

আগস্ট ২০, সিএমজি বাংলা ডেস্ক: মিশন হারমনি-২০২৪ এর অংশ হিসেবে পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকের নাগরিকদের বিনামূল্যে সাধারণ এবং প্রচলিত রোগ শনাক্ত এবং চিকিৎসা সেবা প্রদান করছে চীনের নৌবাহিনীর হাসপাতাল জাহাজ ‘পিস আরক’।

ভাসমান এই হাসপাতালটিতে ১০০ জনেরও বেশি কর্মী এবং ১৭টি ক্লিনিকাল বিভাগ ও পাঁচটি সহায়ক ডায়গনস্টিক বিভাগ রয়েছে। হাসপাতালের চিকিৎসক ছেন ইয়াং বলেন, ‘আমরা যে দেশগুলোতে গিয়েছি সেখানে স্থানীয়দের চিকিৎসা সেবা প্রদানে সর্বাত্মক চেষ্টা করেছি।’

মোজাম্বিকে মিশন শুরুর পর হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) একজন রোগীকে ভর্তি করা হয়। চার ঘণ্টারও বেশি সময় চিকিৎসা গ্রহণের পর ওই রোগীর শারীরিক অবস্থার উন্নতি হয়। এছাড়া বিরল রোগে আক্রান্ত একজন রোগীরও চিকিৎসা দেওয়া হয়। রোগীটি ৪৬ বছর ধরে ফোকোমেলিয়া নামক একটি বংশগত হাড়ের রোগে ভুগছিলেন।

গত জুন মাসে পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের একটি সামরিক বন্দর থেকে মিশন হারমনি-২০২৪ এর জন্য যাত্রা শুরু হয়।

জাহাজটি তানজানিয়া, মাদাগাস্কার, দক্ষিণ আফ্রিকা, অ্যাঙ্গোলা, কঙ্গো প্রজাতন্ত্র, গ্যাবন, ক্যামেরুন, বেনিন, মৌরিতানিয়া, জিবুতি এবং শ্রীলঙ্কাসহ ১৩টি দেশ সফর করবে এবং স্থানীয় মানুষকে চিকিৎসা সেবা প্রদান করবে। এটি ফ্রান্স এবং গ্রিসেও বন্দরেও যাবে। মোজাম্বিক সফর শেষে এটি দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে যাত্রা করবে।

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি