অস্ত্র বাণিজ্য চুক্তির সমর্থক ও অনুশীলনকারী চীন: মুখপাত্র
2024-08-20 17:20:03

আগস্ট ২০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, অস্ত্র বাণিজ্য চুক্তিই একমাত্র আইনী নথি, যা জাতিসংঘের কাঠামোর অধীনে প্রচলিত অস্ত্রের বৈশ্বিক বাণিজ্য নিয়ন্ত্রণ করে এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ও বৈশ্বিক নিরাপত্তা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

চীন অস্ত্র বাণিজ্য চুক্তির সমর্থক এবং অনুশীলনকারী উল্লেখ করে মুখপাত্র বলেন, বেইজিং অস্ত্র বাণিজ্যের ইস্যুতে একটি বিচক্ষণ এবং দায়িত্বশীল মনোভাব গ্রহণ করে, বিশেষ করে, শুধুমাত্র সার্বভৌম রাষ্ট্রগুলোর সাথে অস্ত্র বাণিজ্যে সহযোগিতা করে।

চীন ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে যোগদানের পর থেকে বিবেচনাপ্রসূত উপায়ে এবং ব্যাপকভাবে চুক্তিটি বাস্তবায়ন করেছে, বিশ্বব্যাপী নিরাপত্তা সমস্যা মোকাবিলা ও আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্যের মানসম্মতকরণের জন্য চীনা সমাধান প্রদান করেছে। এটি বিশ্বব্যাপী শাসন ব্যবস্থা রক্ষা, বহুপাক্ষিকতাকে সমর্থন এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার আন্তরিকতা ও সংকল্পকে সম্পূর্ণরূপে প্রদর্শন করে।

উল্লেখ্য, চলতি বছর অস্ত্র বাণিজ্য চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার দশম বার্ষিকী উপলক্ষে সুইজারল্যান্ডের জেনেভায় চুক্তি স্বাক্ষরকারী দেশগুলোর দশম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে যোগ দিতে চীন একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে।

(লিলি/হাশিম/তুহিনা)