গাজা সংঘাতের আলোচনা ‘অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না’: জাতিসংঘের চীনা প্রতিনিধি
2024-07-27 15:17:13

জুলাই ২৭, সিএমজি বাংলা ডেস্ক: ফিলিস্তিনের গাজায় চলমান সংঘর্ষের বিষয়ে আলোচনা ‘অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না’বলে মন্তব্য করেছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, ফিলিস্তিন প্রসঙ্গসহ বিভিন্ন বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

ফু বলেন, ৯ মাসেরও বেশি সময় ধরে চলা গাজা সংঘর্ষের কারণে একটি নজিরবিহীন, ক্রমবর্ধমান মানবিক বিপর্যয় দেখা দিয়েছে, প্রায় ৪০ হাজার নিরপরাধ বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন।

সুরক্ষা পরিষদের প্রস্তাব ‘২৭৩৫’ গৃহীত হওয়ার প্রায় দুই মাস হয়ে গেলেও গত দুই মাসে ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন, ‘আলোচনার জন্য বেসামরিক মানুষকে দরদামের বস্তু হিসেবে বিবেচনা করা যাবে না এবং সামরিক আক্রমণের মধ্যে বন্দি-মুক্তির পরিস্থিতিও তৈরি হবে না।’

এ সময় তিনি ইসরায়েলকে গাজায় সব ধরনের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করা এবং যুক্তরাষ্ট্রকে দ্রুত যুদ্ধবিরতি আনতে ইসরায়েলের ওপর চাপ দেওয়ার আহ্বান জানান।

 

শুভ/ফয়সল

 

তথ্য ও ছবি: সিজিটিএন