তাইওয়ানকে মার্কিন আধিপত্যের ঘুঁটি না হতে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা
2024-09-16 17:05:50

সেপ্টেম্বর ১৬, সিএমজি বাংলা ডেস্ক: তাইওয়ানের রাজনৈতিক বিশেষজ্ঞ এবং সাংবাদিকরা দ্বীপটিকে ওয়াশিংটনের সংঘাতময় মানসিকতার সঙ্গে তাল না মেলাতে এবং মার্কিন আধিপত্যের হাতিয়ার হয়ে ওঠা এড়াতে সতর্ক করেছেন। শনিবার তাইপেইতে অনুষ্ঠিত একটি সেমিনারে এমনটা বলেছেন তাইওয়ান ভিত্তিক ডেমোক্রেসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খুয়ান ছুং।

খুয়ান আরও বলেন, বিশ্বব্যাপী নিয়ন্ত্রণ ও আধিপত্য বজায় রাখতে যুক্তরাষ্ট্র যুদ্ধে লিপ্ত হয় এবং নিজেদের সমস্যাগুলো উপেক্ষা করে ঋণের বোঝা বাড়ায়, যার ফলে তাদের দেশে গুরুতর অভ্যন্তরীণ কলহ, সম্পদের বৈষম্য বৃদ্ধি এবং রাজনৈতিক মেরুকরণ বেড়ে যায়।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র অন্যান্য দেশকে অসম্মান করে, বৈশ্বিক পরিবর্তনগুলোকে স্বীকৃতি দিতে ব্যর্থ হয় এবং নিজের ভূমিকাকেও ভুল বোঝে।

সেমিনারে তাইওয়ান ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছেন ছি-আন বলেছেন, মার্কিন আধিপত্যবাদ অবাস্তব লক্ষ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং এটি কোনো একটি হুমকিকে অতিরঞ্জিত করে। ফলস্বরূপ, ওই লক্ষ্যগুলো অর্জন করতে তারা মাত্রাতিরিক্ত সম্পদ ব্যয় করে। এ কাজে তারা অতি সামান্য অর্জনের জন্য জাতীর বৃহত্তর স্বার্থকে ক্ষুণ্ন করে।

খুয়ান ছুং বলেন, দীর্ঘদিন ধরে স্বাধীনতা ও গণতন্ত্র এ দুটি বিষয় মার্কিন পররাষ্ট্রনীতির নিছক স্লোগানে পরিণত হয়েছে।

তাইওয়ান-ভিত্তিক দ্য স্টর্ম মিডিয়ার জ্যেষ্ঠ সম্পাদক ছাং ছুন-খাই উল্লেখ করেছেন,  তাইওয়ান কর্তৃপক্ষ দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্রকে ভুল করে অনুসরণ করে জিরো-সাম গেম তত্ত্ব অবলম্বন করেছে, যার ফলে তথাকথিত ‘তাইওয়ানকে রক্ষা করতে চীনকে প্রতিরোধ’ ধারাভাষ্যটি গ্রহণ করেছে।

ছাংয়ের মতে, এমনটা চলতে থাকলে পার্থক্য দূর করা, দ্বন্দ্ব নিরসনে এবং নতুন উন্নয়নের সুযোগ হারানোর ঝুঁকি নেবে তাইওয়ান।

তাইওয়ান-ভিত্তিক ব্রিজ অ্যাক্রস দ্য স্ট্রেইট ফাউন্ডেশনের চেয়ারম্যান থিং শুউ-ছুং একই উদ্বেগ প্রকাশ করে বলেছেন, প্রক্সি যুদ্ধগুলো মার্কিন আধিপত্যবাদের একটি সাধারণ হাতিয়ার এবং তাইওয়ানকে অবশ্যই এই ধরনের সংঘাতের কেন্দ্রে পরিণত হওয়ার ব্যাপারে সতর্ক হতে হবে।

খুয়ান বলেন, তাইওয়ান প্রণালীর উভয় পক্ষই একই জাতির অংশ। দুই পক্ষ একে অপরের প্রতি গভীর ঘৃণা পোষণ করে না। দুই পক্ষকে অবশ্যই বসতে হবে এবং ব্যাপক আলোচনা করতে হবে।

ফয়সল/শান্তা