প্যারিস অলিম্পিক গেমসে প্রেসিডেন্ট সি’র বিশেষ প্রতিনিধি হান চেংয়ের অংশগ্রহণ
2024-07-27 20:44:09

জুলাই ২৭: চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং আজ (শনিবার) প্যারিস অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁসহ বিদেশি নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করেন।

প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ প্রতিনিধি হিসেবে হান চেং এলিসি প্যালেস ম্যাখোঁ এবং তার স্ত্রীর কাছে প্রেসিডেন্ট সি’র শুভেচ্ছা পৌঁছে দিয়ে বলেন, প্যারিস অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়ে তিনি খুব খুশি এবং প্যারিস অলিম্পিক গেমসের একটি দুর্দান্ত সাফল্য কামনা করেন তিনি।

এ বছরের মে মাসে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ফ্রান্সে রাষ্ট্রীয় সফরের কথা উল্লেখ করে হান চেং বলেন, এটি একটি সম্পূর্ণ সফল সফর ছিল, যা চীন-ফ্রান্সের বন্ধুত্বের বিশেষত্ব এবং উচ্চ স্তরের প্রদর্শন করে এবং চীন-ইইউ সম্পর্ক এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীল বিকাশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ম্যাখোঁ, প্রেসিডেন্ট সি চিন পিং এবং তার স্ত্রী পেং লি ইউয়ানকে আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দিতে অনুরোধ করেন হান চেংকে এবং প্রেসিডেন্ট সি’র বিশেষ প্রতিনিধি হিসেবে প্যারিস অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাঁকে ধন্যবাদ ও স্বাগত জানান। ম্যাখোঁ বলেন, ‘আমি এই বছরের মে মাসে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাথে বন্ধুত্বপূর্ণ আলোচনা করেছি এবং তাঁর ফ্রান্স সফর অত্যন্ত সফল ছিল।

একই দিনে, হান চেং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো,জিবুতির প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রীসহ কয়েকজন বিদেশী নেতার সাথেও সাক্ষাৎ করেন এবং বন্ধুত্বপূর্ণ আলাপ-আলোচনা করেন।

(লিলি/হাশিম)