রেনআই রিফে ফিলিপাইনের সরবরাহের বিষয়ে চীনের অবস্থান
2024-07-27 19:08:19

জুলাই ২৭: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রেনআই রিফে ‘আটকে পড়া’ ফিলিপাইনের যুদ্ধজাহাজকে ম্যানিলার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন।

শনিবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, রেন আই রিফের পরিস্থিতি নিয়ন্ত্রণে চীন ও ফিলিপাইনের অস্থায়ী ব্যবস্থা অনুযায়ী আজ সকালে চীনা কোস্টগার্ডের পূর্ণ তত্ত্বাবধানে ফিলিপাইন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের প্রথম চালান সরবরাহ করেছে। চীনকে আগাম অবহিত করার পরে এ সরবরাহ পাঠানো হয়। চীনাপক্ষ সাইটে নিশ্চিত করে যে, ফিলিপাইন কেবল মানবিক সরবরাহ পাঠিয়েছে বলে চীন চালানটি ছেড়ে দেয়।

মুখপাত্র আরো বলেন, ফিলিপাইনের সাথে উপনীত তিনটি নীতি এবং অবস্থানের ভিত্তিতে প্রাসঙ্গিক ব্যবস্থা গ্রহণ করেছে চীন। রেন আই রিফ ইস্যুতে চীনের অবস্থান পরিবর্তন হয়নি, রেন আই রিফসহ নানশা দ্বীপপুঞ্জ এবং এর সংলগ্ন জলসীমার উপর চীনের সার্বভৌমত্ব রয়েছে। একই সময়ে চীন সংলাপ ও পরামর্শের মাধ্যমে ফিলিপাইনের সাথে প্রাসঙ্গিক ভৌগলিক সমস্যা এবং সামুদ্রিক অধিকার বিরোধ যথাযথভাবে মোকাবেলা করবে বলে জানান মুখপাত্র।

(লিলি/হাশিম/তুহিনা)