ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রীকে দ্বিপক্ষীয় চ্যালেঞ্জের কথা জানালেন ওয়াং ই
2024-07-27 15:14:52

জুলাই ২৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শুক্রবার ভিয়েনতিয়েনে ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী এনরিক মানালোর সঙ্গে সাক্ষাৎ করেছেন। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকের লক্ষ্য ছিল চীন-ফিলিপাইন সম্পর্কে উদ্ভূত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা।

সাম্প্রতিক বছরগুলোর কথা উল্লেখ করে ওয়াং বলেন, চীন ও ফিলিপাইনের মধ্যে একটি ভালো সম্পর্ক বজায় রাখা কঠিন প্রতীয়মান হলেও এটি সহজেই বাস্তব হতে পারে। তিনি বর্তমান উত্তেজনাকে ফিলিপাইনের দ্বিপক্ষীয় ঐকমত্যের লঙ্ঘন, প্রতিশ্রুতি ও চলমান সামুদ্রিক নিয়ম লঙ্ঘন এবং দেশটির প্রচারমাধ্যমের বাড়াবাড়িকে দায়ী করেছেন।

ওয়াং এসব কর্মকাণ্ডের প্রতি চীনের গভীর উদ্বেগ ও দৃঢ় বিরোধিতা প্রকাশ করে ফিলিপাইনে মার্কিন মধ্যবর্তী-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপনের বিরুদ্ধে বিশেষভাবে সতর্ক করে বলেন, এসব অস্ত্র আঞ্চলিক উত্তেজনা এবং অস্ত্র প্রতিযোগিতা সৃষ্টি করবে। সেইসঙ্গে এটি ফিলিপাইনের জনগণের স্বার্থ ও ইচ্ছার বিরুদ্ধেও যাবে।

ফিলিপাইনের সঙ্গে সাম্প্রতিক এক সমঝোতার মাধ্যমে রেনআই চিয়াওতে মানবিক সহায়তা পাঠানোর একটি অস্থায়ী ব্যবস্থা হয়েছে বলে উল্লেখ করেন ওয়াং। তিনি ফিলিপাইনকে এ প্রতিশ্রুতি পূরণ করার ওপর জোর দেন। প্রতিশ্রুতি পূরণ না হলে চীন দৃঢ় প্রতিক্রিয়া জানাবে বলেও জানিয়েছেন ওয়াং ই।

চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও জোর দিয়ে বলেছেন, চীন-ফিলিপাইন সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ বাঁকে রয়েছে। সংঘাতের পরিবর্তে দুই পক্ষের সম্পর্কের ভবিষ্যত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ফিলিপাইনকে চীনের সঙ্গে কাজ করা এবং স্বাভাবিক দ্বিপক্ষীয় সম্পর্ক দ্রুত ফিরিয়ে আনার আহ্বানও জানান তিনি।

ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী মানালো ফিলিপাইন ও চীনের মধ্যে ঐতিহ্যবাহী বন্ধুত্বের দীর্ঘস্থায়ী ইতিহাসের কথা স্বীকার করে বলেছেন, সামুদ্রিক সমস্যাগুলোর দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জ সত্ত্বেও, ফিলিপাইন সংলাপ এবং পরামর্শের মাধ্যমে উত্তেজনা কমাতে প্রতিশ্রুতিবদ্ধ। দক্ষিণ চীন সাগর ইস্যুতে সাম্প্রতিক পরামর্শ প্রক্রিয়ার বৈঠকটি তুলে ধরেন মানালো, যেখানে উভয় পক্ষই সামুদ্রিক পরিস্থিতি পরিচালনার বিষয়ে একটি ঐকমত্যে পৌঁছেছে।

এই চুক্তি বাস্তবায়নে ফিলিপাইনের ইচ্ছািআছে বলে জানিয়েছেন মানালো। তিনি উল্লেখ করেছেন, আগামী বছর ফিলিপাইন ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। এই মাইলফলকের আলোকে, ফিলিপাইন যোগাযোগ জোরদার করতে, পারস্পরিক আস্থা বাড়াতে এবং চীনের সঙ্গে আন্তরিক ও বাস্তবসম্মতভাবে সম্পর্ক উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

ফয়সল/ঐশী

 

তথ্য ও ছবি: সিজিটিএন