প্রযুক্তির মাধ্যমে পয়ঃনিষ্কাশন: চীনের টয়লেট বিপ্লব
2022-04-27 09:20:25


 

চীনের হেইলংচিয়াং প্রদেশের হারবিন শহরের হাতা গ্রামের বাসিন্দা চাং ওয়ে স্থানীয়  ‘টয়লেট বিপ্লব’ প্রকল্পের প্রশংসা করে বলেন, এখন সবই ভাল হয়েছে। আমরা আর শুকনো টয়লেট ব্যবহার করি না, আবহাওয়া ভাল হয়ে গেছে, এবং দুর্গন্ধযুক্ত নর্দমাগুলি চলে গেছে। সরকার প্রদত্ত পয়ঃনিষ্কাশন সরঞ্জাম ব্যবহার করে বিশুদ্ধ পানি নষ্ট না করে আমরা এখন বাসার সামনে সবজি বাগানে এ পানি ব্যবহার করি।

 

চাং ওয়ে আরও জানিয়েছেন, আগে ময়লা পানি বাসার সামনে দুর্গন্ধযুক্ত খাদে ঢেলে দেওয়া হত, ফলে পরিবেশ খুব নোংরা হত। এখন প্রতিটি পরিবারে স্থাপিত হয়েছে বিশেষ পয়ঃনিষ্কাশন সরঞ্জাম। আর পেশাদার কর্মীরা সরঞ্জাম রক্ষণাবেক্ষণ করেন। প্রতিমাসে এ খাতে বিদ্যুতের ব্যয় মাত্র ৬ ইউয়ান। আমাদের জীবনযাপন অনেক পরিবর্তন হয়েছে।  আমরা সবাই খুব খুশি।  

 

আসলে এ সরঞ্জামটি চীনের গ্রামীণ দূষিত পানি পরিশোধনের একটি নতুন প্রচেষ্টা। এতে টয়লেট পরিষ্কার হয়, এবং দূষিত পানি পরিশোধন করে সবজি বাগানে ব্যবহার করা যায়। নিজের ছোট উঠানে একটি ইকোসিস্টেম তৈরি করে একে পরিচালনা করা হয়। গ্রামীণ অঞ্চলের টয়লেট নির্মাণ খরচ হ্রাস করেছে এটি। এর ব্যবহারও অনেক সুবিধাজনক।

 

পাশাপাশি, প্রতিটি পরিবারে স্থাপিত সরঞ্জাম নিয়ে গঠিত হয় একটি গ্রামীণ ঘরের নিকাশী পরিশোধন বিগ ডেটা পর্যবেক্ষণ ও ব্যবস্থা প্ল্যাটফর্ম। এর মাধ্যমে হাজার হাজার পরিবারের সরঞ্জাম কীভাবে কাজ করছে, তা দেখতে পাওয়া যায়। এমন ব্যবস্থা শুধু হেইলংচিয়াং প্রদেশ নয়, চীনের সি ছুয়ান, হ্য নান প্রদেশেও রয়েছে। সরঞ্জাম সরবরাহ ডেটার মাধ্যমে জানা যায় দূষিত পানির পরিমাণ, এবং পরিশোধনের সময় ও বিদ্যুতের পরিমাণসহ নানা সূচক। পাশাপাশি, যখন কোন সরঞ্জাম  ঠিকঠাক কাজ না করে, অবিলম্বে তার অবস্থান সনাক্ত করে এবং গ্রামে নিযুক্ত কর্মীকে মেরামতের তথ্য পাঠানো যায়।

 

দূষিত পানির পরিমাণ ও সময়সহ নানা সূচক অনুযায়ী প্রতিটি পরিবারের জন্য বিশেষ মডেল তৈরি করা হয়। যদি পরিবারে ইন্টারনেট সংযোগ না থাকে, তাহলে তার ব্যবহার নিয়ম আর ডেটা অনুযায়ী তার জন্য উপযুক্ত মডেল সেট করা হয়। এ ব্যবস্থার গবেষক ওয়াং সিয়াও তুং জানিয়েছেন, এ ব্যবস্থার অপারেশন ও রক্ষণাবেক্ষণ খরচ সাধারণ ব্যবস্থার চেয়ে কম তথা প্রায় ৮০ শতাংশ হবে।

 

বর্তমানে ডিজিটাল গ্রাম কার্যক্রম দ্রুত চীনে চলছে, তা গ্রামের পরিবেশ উন্নয়নে নতুন চালিকাশক্তি যুগায়। চীনের কেন্দ্রীয় সরকার প্রতি বছর প্রকাশিত প্রথম দলিল সবসময় চীনের গ্রাম, কৃষক ও কৃষি বিষয়ে হয়ে থাকে। ২০২২ সালের নম্বর ওয়ান দলিলে বলা হয়, ডিজিটাল গ্রামের নির্মাণ এগিয়ে নিয়ে যাওয়া হবে, এবং গ্রামে গণসেবা প্রদান করা হবে ডিজিটাল প্রযুক্তি দিয়ে। ইন্টারনেট ও সরকারী সেবা আরও বেশি গ্রামকে অন্তর্ভূক্ত করবে এবং গ্রাম ও কৃষিতে বিগ ডেটার ব্যবহার প্রসারিত করা হবে।

গ্রামে ডিজিটাল অবকাঠামো দিন দিন উন্নত হচ্ছে, আর বিগ ডেটাও এক ধরনের কৃষি সম্পদে পরিণত হচ্ছে, তা ডিজিটাল গ্রামের নির্মাণে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বেইজিং নরমাল ইউনিভার্সিটির  গ্রাম পুনরুদ্ধার ও উন্নয়ন গবেষণালয়ের পরিচালক চাং ছি বলেন, গ্রামীণ জীবনের বিগ ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ করে তাকে তথ্য সম্পদে পরিণত করা যায় এবং গ্রামের পরিবেশ উন্নয়ন নীতির প্রণয়নে এ ডেটাগুলো নির্ভুল ও বৈজ্ঞানিক সমর্থন দেয়।

 

ছোট টয়লেট জীবিকার বড় একটি বিষয়। চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) অষ্টাদশ অধিবেশনের পর থেকে জীবিকা সম্পর্কিত সাধারণ মানুষের উদ্বেগের উপর আরও গুরুত্ব দেয় সিপিসির কেন্দ্রীয় কমিটি। আর প্রতিটি জায়গার বাস্তব অবস্থা অনুযায়ী টয়লেট বিপ্লব চালু করে। তবে এর মধ্যেও কিছু নতুন সমস্যা দেখা যায়। যেমন: কোন কোন জায়গায় টয়লেট স্থানীয়দের ব্যবহারের জন্য উপযুক্ত নয়। কোন কোন টয়লেটের রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনা খরচ বেশি। কোন কোন টয়লেটের মান ভাল নয়, তাই টেকসইও নয়।

 

তবে ইন্টারনেট ও ডেটা ব্যবস্থা এসব সমস্যা সমাধান করেছে। বিনিয়োগ, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা খরচ হ্রাস করছে। চলতি বছর আরও ৩৫ হাজার গ্রামীণ পরিবার এ ব্যবস্থায় যোগ দেবে।

 

চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের অর্থনৈতিক বিভাগের প্রধান ও সিয়াও বলেন, প্রথমে কিছু অঞ্চলে পদ্ধতিগত, পেশাদার এবং সামাজিক অপারেশন পরিচালনা চালু করে গ্রামের জন্য উপযুক্ত একটি অবকাঠামো অপারেশন পরিচালনা সেবা খুঁজে বের করা হবে।

 

আজ আমরা যে গ্রামীণ দূষিত পানি পরিশোধনের কথা বলছি তা ভাল একটি উদাহরণ। (শিশির/এনাম/রুবি)