এবারের অলিম্পিক গেমসের সকল প্রতিযোগিতার সময় বায়ুর গুণগত মান সমস্যা সম্পর্কে তু শাও চুং আরও বলেন:" আগস্ট মাসে পেইচিংয়ের বায়ুর গুণগত মান বেশ উন্নত হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ের দিন সব দিনের ৫০ শতাংশে দাঁড়িয়েছে , যা গত দশ বছরের মধ্যে একটি সবচে' শ্রেষ্ঠ দিক অর্জন করেছে। আরেকটি কথা, বায়ুর দূষিত হার গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ কমেছে।"
এ তিনটি প্রতিশ্রুতি ছাড়াও, পেইচিং অন্যান্য ক্ষেত্রের প্রতিশ্রুতি বাস্তবায়নে সফলতা অর্জন করেছে। যেমন পরিবহণ নিশ্চিত করা। এ ক্ষেত্রে অনুষ্ঠিত সকল অলিম্পিক গেমসের নিয়ম-নীতি অনুসারে পেইচিং অলিম্পিক গেমসের সময় বিশেষ পরিবহণ ও পথের ব্যবস্থা স্থাপন করেছে। যাতে অংশগ্রহণকারী সকল খেলোয়াড় সুষ্ঠুভাবে বিভিন্ন স্টেডিয়ামে অংশ নিতে পারে ।
পেইচিং শহরের পরিবহন কমিটির উপপরিচালক লিউ সিও মিং বলেন:" পেইচিংয়ের ১০৭টি সড়কে সুষ্ঠুভাবে চলাচলের জন্য এসব সড়কের মোট ৩ শ' কিলোমিটার পথ অলিম্পিক বিশেষ রাস্তার ওয়েব-সাইট গড়ে তোলা হয়েছে। ইন্টারনেটের মাধ্যমে আমরা সরাসরিভাবে পরিবহণ ক্ষেত্রের সমস্যা নিয়ন্ত্রণ করতেও সক্ষম হয়েছি। এভাবেই প্রতি ঘন্টায় গাড়ির ৬০ কিলোমিটার গতি বজায় রয়েছে।"
গত ২২ আগস্ট আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তথ্য কর্মকর্তা সিসেল ড্যাভিস সংবাদদাতাকে জানিয়েছেন ,পেইচিং সুষ্ঠুভাবে ৭ বছর আগের প্রতিশ্রুতি বাস্তাবায়নে সফল হয়েছে। চীনের অর্জিত এই চমত্কার কাজে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ধন্যবাদ ও সন্তোষ প্রকাশ করে। তিনি বলেন:" পেইচিং-এ অলিম্পিক গেমস আয়োজন অনুমোদনের পর আন্তর্জাতিক ক্ষেত্রে বেশ কিছু সন্দেহ দেখা দিয়েছিল। তবে অনুমোদনপত্র পড়ার সময় আমরা বুঝতে পেরেছিলাম, এ সম্পর্কে পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির নিজের বিস্তারিত কর্মসূচী রয়েছে। এখন বাস্তব থেকে বুঝা যায় যে, পেইচিং সুষ্ঠুভাবে তার প্রতিশ্রুতি বাস্তবায়নে সফলতা অর্জন করেছে। এবারের অলিম্পিক গেমস আয়োজনে পেইচিং যথাসাধ্য প্রস্তুতিমূলক কাজ করার জন্য আমরা ধন্যবাদ জানাই।"--ওয়াং হাইমান 1 2 3 |