শ্রোতাবন্ধুরা, সাত বছর আগে, পেইচিং ২৯তম অলিম্পিক গেমস আয়োজনের জন্য বিশ্বের কাছে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী, " পেইচিং অলিম্পিক গেমস--২০০৮"কে " সবুজ অলিম্পিক, মানবিক অলিম্পিক এবং বৈজ্ঞানিক অলিম্পিক" হিসেবে আয়োজনের কথা ছিল। সেই পেইচিং অলিম্পিক গেমস সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পেইচিং তখন তার দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত করেছে কী না? পেইচিং এর আয়োজন সারা বিশ্ব সন্তুষ্ট কী না?
পেইচিং অলিম্পিক গেমসের প্রতিটি স্টেডিয়ামেই প্রতিদিন আপনি শুনতে পেরেছেন যে খেলোয়াড়দের জন্য দর্শকদের উচ্ছাস আর উত্সাহ প্রকাশের শব্দ। অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী প্রত্যেকেই এর জন্য এর ভেতরে আনন্দিত। গত ১১ আগস্ট চীন-যুক্তরাষ্ট্রের পুরুষদের বাস্কেটবল প্রতিযোগিতা বিশ্বের ১ বিলিয়ন টেলিভিশন দর্শক উপভোগ করেছে।
মার্কিন ই এসপিএন ক্রীড়া চ্যানেলের সংবাদদাতা জর্জ স্মীথ ঘটনাস্থল থেকে বলেন:" স্টেডিয়ামের যে কোন দিক থেকেই আপনি অনুরাগীদের বিশাল আতিথেয়তা অনুভব করতে পারেন। ইয়াও মিং এবং তার সতীর্থ চীনা খেলোয়াড়গণের স্টেডিয়ামে প্রবেশের সময় সবাইর আনন্দনির শব্দ সত্যিই বিস্ময়জনক। তবে মার্কিন খেলোয়াড়দের প্রবেশের সময় দর্শকদের আতিথেয়তা , যা চীনা খেলোয়াড়দের অভিনন্দনের তুলনায় একই রকম। এটি আমাকে অনেক মুগ্ধ করেছে।"
রাশিয়ার নারীদের বাস্কেটবলের প্রধান প্রশিক্ষক ইগর গ্রুদিন মনে করেন, উপযুক্ত সেবা এবং হার্ডওয়্যারের মান খেলোয়াড়গণের ভাল নৈপুন্য পাওয়ার জন্য সুযোগ সৃষ্টি করেছে। তিনি বলেন" চীনের সাংঠনিক কাজ খুবই চমত্কার। সকল স্বেচ্ছাসেবক, প্রতিযোগিতার সকল সাংঠনিক কর্মী এবং সকল দর্শক আমার মনে গভীর ছাপ ফেলেছে।
তাছাড়া, একটি সুন্দর অলিম্পিক গ্রামসহ সব ধরণের উপযুক্ত সেবা খেলোয়াড়গণের ভাল নৈপুন্য পাওয়ার জন্য একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করেছে।যেমন, আমাদের খেলোয়াড় ইয়েলেনা ইসিনবায়েভা নারীদের পোলভোল্ট প্রতিযোগিতায় বিশ্ব রেকর্ড অতিক্রম করেছেন, মার্কিন খেলোয়াড় ফেলপস্ ৮টি স্বর্ণ পদক পেয়েছেন এবং জামাইকার খেলোয়াড় উসেইন বোল্ট পুরুষদের ১ শ ও ২ শ' মিটার দৌঁড়ে দু'টি বিশ্ব রেকর্ড গড়েছেন।"
1 2 3 |