আন্তর্জাতিক অলিম্পিক কমিটির একজন সদস্য এবং চীনের অলিম্পিক কমিটির সম্মানসূচক চেয়ারম্যান হে চেন লিয়াং জানিয়েছেন যে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অনেক সদস্যই নিজেদের উদ্যোগে পেইচিং অলিম্পিক গেমসে অংশ নেয়ার পর, তারা পেইচিংকে ২৯তম অলিম্পিক গেমসের উদ্যোক্তা শহর হিসেবে বাছাই করার জন্য সবাই আনন্দ ও অহংকার বোধ করেন।
হে চেন লিয়াং বলেন:" অংশগ্রহণকারী বিভিন্ন দেশের খেলোয়াড়রা ও কর্মীরা আমাদের অলিম্পিক গ্রাম, বিভিন্ন স্টেডিয়াম এবং তাদেরকে আন্তরিক অভ্যর্থনা জানানো বিভিন্ন ধরণের সেবার ভূয়সী প্রশংসা করেছেন। খেলোয়াড়গণ এতো বেশি চমত্কার নৈপুন্য পাওয়ায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অনেক সদস্যই বলেন, তারা তখন পেইচিংকে ভোট দিয়েছেন বলে অহংকার বোধ করেন।"
২০০১ সালে পেইচিং-এর সারা বিশ্বকে দেয়া তিনটি প্রতিশ্রুতির মধ্যে " সবুজ অলিম্পিক" হচ্ছে এর ভেতরে সবচে' কঠিনতম, এটিও দেশী-বিদেশী সংবাদমাধ্যমের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট একটি প্রতিশ্রুতি। পেইচিং শহরের পরিবেশ সুরক্ষা ব্যুরোর উপপরিচালক তু শাও চুং অবহিত করে বলেন যে, অনুষ্ঠিত সকল অলিম্পিক শহরগুলোর চেয়ে পেইচিংয়ের দূষণ নিয়ন্ত্রণ এবং জ্বালানি সাশ্রয় ও নিঃসরণ কমানোর ক্ষমতা সবচে' শক্তিশালী ছিল । ২৯তম অলিম্পিক গেমস আয়োজনের আবেদন অনুমোদন হওয়ার পর, পেইচিং শহরের পরিবেশ সুরক্ষার জন্য মোট ১৪০ বিলিয়ন ইউয়ান ব্যয় করা হয়েছে।
একই সঙ্গে বেশ কিছু দূষিত শিল্পপ্রতিষ্ঠানকেও বন্ধ করে দেয়া হয়। ফলে পেইচিংয়ের বায়ুর গুণগত মান বেশ উন্নত হয়েছে।তিনি বলেন:" ১৯৯৮ সাল থেকে পেইচিং ব্যাপকভাবে বায়ুর দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রশাসনিক কাজ শুরু করে । ৯ বছর ধরে প্রত্যেক বছরেই বায়ুর গুণগত মান উন্নতির দিকে পৌঁছানো দিনের সংখ্যা প্রায় ৪০ শতাংশ বেড়ে যায়। অলিম্পিক গেমস আয়োজনের অনুমোদন পাওয়ার দিন থেকে হিসাব করে , সাত বছরের মধ্যে আমরা কত পরিষ্কার-পরিছন্ন দিন পেয়েছিলাম, যা একটি বিরাট ব্যাপার।"
1 2 3 |