পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির ধারণা অনুযায়ী, পেইচিং অলিম্পিক গেমসের বৈশিষ্ট্য প্রধানত চারটি । চীনা কেতা, মানবিক দৃশ্য, যুগের চেহারা ও জনসাধারণের অংশ গ্রহণ। এবারের পেইচিং অলিম্পিক গেমসের সর্বত্রই এই বৈশিষ্ট্য দেখে গেছে।
আপনারা শুনছেন পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশিত সঙ্গীত । যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিল্পকলা কেন্দ্রের পরিচালক গ্রেগরি মোশের বলেন, পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের নিজস্ব বৈশিষ্ট্যের মানবিক দৃশ্য প্রতিফলিত হয়েছে। " মানবিক অলিম্পিকের ধারণা " উদ্বোধনী অনুষ্ঠানে পুরোপুরিই ফুটে উঠেছে।
পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির প্রতিশ্রুতি অনুযায়ী, পেইচিং অলিম্পিক গেমসের " উচ্চ মান" প্রধানত ভেন্যুগুলোর ব্যবস্থা ও প্রতিযোগিতা আয়োজনের অংশ, উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক তত্পরতা, তথ্য মাধ্যমের জন্য পরিসেবা ও গণ মাধ্যমের মূল্যায়ন, নিরাপত্তা রক্ষা, স্বেচ্ছাসেবক দল ও সেবা সরবরাহসহ নানা দিক প্রদর্শিত হয়েছে। গত ১৬ দিনে বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়, কর্মকর্তা ও পযর্টকরা সশরীরে পেইচিং অলিম্পিক গেমসের উচ্চ মান অনুভব করেছেন। পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কাজ প্রসঙ্গে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মুখপাত্র জিসেল ডেভিস বলেন, 'সকল সাংগঠনিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এবারের অলিম্পিক গেমস চলাকালে বিপুল সংখ্যক নেতা ও দর্শককে স্বাগত জানানো হয়েছে। এতে আমরা অত্যন্ত সন্তুষ্ট।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পেইচিং অলিম্পিক গেমসের সমন্বয় কমিটির চেয়ারম্যান হেইন ভারব্রুগেন তথ্য মাধ্যমের জন্য পরিসেবার প্রশংসা করেছেন। তিনি বলেন, 'প্রধান তথ্য কেন্দ্র কেবল সাংবাদিকদের কাজকর্মের জায়গা নয় তাদের দ্বিতীয় পরিবারও। দর্শক ও শ্রোতাদের জন্য তারা ২৪ ঘন্টা ধরে এখানে কাজ করেন। আমরা আয়োজকদেরকে ধন্যবাদ জানাতে চাই। কারণ তারা সাংবাদিকদের জন্য সকল সম্ভাব্য সুবিধা দিয়েছেন। গত কয়েক সপ্তাহে এই জায়গা বিশ্বের তথ্য মাধ্যমের একটি পরিবারে পরিণত হয়েছে।
পেইচিং অলিম্পিক গেমসে "বৈশিষ্ট্যময় ও উচ্চ মানের" লক্ষ্য বাস্তবায়িত হয়েছে। এটা হল " সবুজ অলিম্পিক, বিজ্ঞান ও প্রযুক্তির অলিম্পিক ও মানবিক অলিম্পিক "ধারণা অনুসরণের ফলাফল।
1 2 3 4 5 6 7 |