এখন আপনারা শুনছেন অলিম্পিকের গান। পেইচিং সময় ২৪ আগস্ট রাতে এ গানটি আবারো বেজে উঠছে চীনের রাজধানী পেইচিংয়ের জাতীয় স্টেডিয়াম – বার্ড নেস্টে। ১৬ দিনব্যাপী ২৯তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস শেষ হয়ে যাচ্ছে।
গত ১৬ দিনে ২০৪টি দেশ ও অঞ্চলের খেলোয়াড়রা তাদের সেরা নৈপুণ্যে 'আরো দ্রুত, আরো উচ্চ, আরো শক্তিশালী' এই অলিম্পিক চেতনার প্রতিফলন ঘটিয়েছেন। তাঁরা বাস্তবে প্রমাণ করেছেন 'জয়ের চেয়েও অংশগ্রহণ গুরুত্বপূর্ণ' এই অলিম্পিক মর্ম। পেইচিং অলিম্পিক গেমসের 'এক বিশ্ব, এক স্বপ্ন' শ্লোগান বাস্তব রূপ পেয়েছে।
আজ রাতে পেইচিং অলিম্পিক গেমসের আবেগ চূড়ান্ত রূপ নিয়েছে। আমরা একটি বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান দিয়ে এ অতুলনীয় ১৬ দিনের কথা স্মরণ করছি। আমরা একসাথে শান্তি ও মৈত্রীর গান গাইবো।
পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির চেয়ারম্যান লিউ ছি সমাপনী অনুষ্ঠানে দেয়া ভাষণে বলেন, পেইচিং অলিম্পিক গেমস হচ্ছে ক্রীড়া জগতের মহাসম্মিলন, শান্তির মহাসম্মিলন এবং মৈত্রীর মহাসম্মিলন। তিনি বলেন, 'গত ১৬ দিনে বিশ্বের ২০৪টি দেশ ও অঞ্চল থেকে আসা খেলোয়াড়রা ক্রীড়ার উচ্চ মান ও শ্রেষ্ঠ প্রতিদ্বন্দ্বিতা প্রদর্শন করে গর্বিত ফলাফল সৃষ্টি করেছেন। পেইচিং অলিম্পিক গেমস হচ্ছে চীনের কাছে বিশ্বের আস্থা। বিভিন্ন দেশ ও অঞ্চল, বিভিন্ন জাতি, বিভিন্ন সংস্কৃতির মানুষ নিয়ে গঠিত সংহতি ও সৌহার্দপূর্ণ অলিম্পিক পরিবারে আমাদের সবার সমঝোতা ও মৈত্রী আরো গভীর হয়েছে। চীনা জনগণ আবেগ আর দৃঢ়তার মধ্য দিয়ে নিজের প্রতিশ্রুতি পালন করে 'সবুজ অলিম্পিক, বিজ্ঞান ও প্রযুক্তির অলিম্পিক এবং সাংস্কৃতিক অলিম্পিক' বাস্তবায়ন করেছে। এর মধ্য দিয়ে ব্যাপক ও সমৃদ্ধ সাংস্কৃতিক ও ক্রীড়ার উত্তরাধিকার বজায় রেখেছে।'
1 2 3 4 5 6 7 |