v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং অলিম্পিক গেমসের সমাপনি অনুষ্ঠানের ওপরে বিশেষ অনুষ্ঠান
2008-08-24 22:05:02

 আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান জ্যাক রগে সমাপনী অনুষ্ঠানে পেইচিং অলিম্পিক গেমসের সাফল্যের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তিনি বলেন, 'চীনা জনগণকে ধন্যবাদ জানাই। সকল স্বেচ্ছাসেবককে ধন্যবাদ জানাই। পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটিকে ধন্যবাদ জানাই। এবারের অলিম্পিক গেমসের মাধ্যমে বিশ্ব চীনকে আরো ভালোভাবে জেনেছে। চীনও বিশ্বকে আরো কাছে থেকে জেনেছে। আজ রাতের এই স্টেডিয়ামের প্রতিটি খেলোয়াড় হচ্ছেন সত্যিকারের আদর্শ। তোমরা যথাযথভাবে ক্রীড়ার সুসংগতি প্রদর্শন করেছো। সংঘর্ষরত দেশ থেকে আসা খেলোয়াড়দের উষ্ণ আলিঙ্গনের মধ্যে অলিম্পিক চেতনার আলো জ্বলে উঠেছে। আমি আশা করি, তোমরা স্বদেশে ফেরার পর এই চেতনাকে বংশপরম্পরায় সংরক্ষণ করবে।'

 সমাপনী অনুষ্ঠানে পেইচিং শহরের মেয়র কুও চিন লোং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান রগের কাছে অলিম্পিক পতাকা হস্তান্তর করেন। এরপর রগ পরবর্তী অলিম্পিক গেমসের আয়োজক শহর লন্ডনের মেয়র বোরিস জনসনের হাতে অলিম্পিক পতাকা দেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অলিম্পিক গেমসের ব্যাটন গ্রহণ করলো লন্ডন।

 'আরো দ্রুত, আরো উচ্চ, আরো শক্তিশালী' হচ্ছে অলিম্পিক মর্ম। গত ১৬ দিনে পেইচিং অলিম্পিক গেমসে ৩০২টি প্রতিযোগিতা হয়েছে এবং বহু বিশ্ব রেকর্ড ও অলিম্পিক রেকর্ড হয়েছে। মানবজাতি নিরন্তর নিজের সর্বোচ্চ সীমাকে চ্যালেঞ্জ করে আসছে।

ক্যাটেরিনা ইমোনস ও তাঁর স্বামী

  পেইচিং অলিম্পিক গেমসে অনেক খেলোয়াড় বহু রেকর্ড গড়েছেন। যেমন চেক প্রজাতন্ত্রের ক্যাটেরিনা ইমোনস মহিলা ১০ মিটার এয়ার রাইফেলে অলিম্পিক রেকর্ড গড়ে অলিম্পিকে প্রথম সোনা জিতেছেন। নারীদের ২০০ মিটার ব্যাকস্ট্রোক ফাইনালে বিশ্ব রেকর্ড গড়ে এবারের অলিম্পিক গেমসে সাঁতারে সোনা জেতা প্রথম আফ্রিকান খেলোয়াড় হচ্ছেন জিম্বাবুয়ের কির্স্টি কভেন্ট্রি। ভারতের শ্যুটার অভিনভ বিন্দ্রা পুরুষ ১০ মিটার এয়ার রাইফেলে ভারতের জন্য প্রথম ব্যক্তিগত ইভেন্টে অলিম্পিক সোনা এনে দিয়েছেন। মঙ্গোলিয়ার মাইদান তুভশিনবায়ার পুরুষদের ১০০ কেজি ওজন শ্রেণীর জুডো ফাইনালে শিরোপা জিতেছেন। এটা হচ্ছে মঙ্গোলিয়ার ইতিহাসে প্রথম অলিম্পিক স্বর্ণপদক। এক কথায় পেইচিং অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী প্রতিটি দেশ ও অঞ্চল কম বেশি লাভবান হয়েছে। স্বাগতিক দেশ চীনের খেলোয়াড়রা প্রতিযোগিতার মাঠে যথাসাধ্য প্রতিদ্বন্দ্বিতা করে বহু ইভেন্টে চমত্কার নৈপন্য দেখিয়েছেন। চীন প্রথম বারের মতো অলিম্পিক গেমসের স্বর্ণপদক তালিকায় প্র্রথম স্থান দখল করেছে এবং অলিম্পিক গেমসে অংশ নেয়ার পর চীনের সবচেয়ে ভালো ফলাফল অর্জন করেছে।

1 2 3 4 5 6 7
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China