২০০০ সালে ৯ বছর বয়সী এমা 'হ্যারি পটার' নামের চলচ্চিত্রে হ্যারমিওনের চরিত্রে অভিনয় করেন।
একটি চরিত্রে খুব সাফল্যের সঙ্গে অভিনয় করা একজন অভিনেতা বা অভিনেত্রীর জন্য অনেক সময় কিছুটা চ্যালেঞ্জ তৈরি করে। লোকেরা সবসময়ই সেই চরিত্রের মধ্য দিয়ে আপনাকে পরিমাপ করেন এবং সেই চরিত্রের নামে আপনাকে ডাকেন। আপনি সেই চরিত্র ছাড়া অন্য কোনো চরিত্রে আর অভিনয় করতে পারেন না। এটাই হলো এমার অবস্থা। অনেক পুরস্কার পাওয়া সত্ত্বেও হ্যারমিওনে চরিত্র তাকে সফল করে তোলার সঙ্গে সঙ্গে তাকে আবদ্ধ করে দিয়েছে।
'হ্যারি পটার' চলচ্চিত্র এমাকে বিশাল মর্যাদা ও টাকা দিয়েছে। এমা বলেন, 'আমার যথেষ্ট টাকা আছে বলে বাকী জীবন আমার আর কাজ করার দরকার নেই। এমনটি আমি মনে করি না' ।
তিনি বরাবরই হ্যারমিওনে চরিত্রের বয়ে আনা মর্যাদা ও ছায়া থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন। তিনি আশা করেন, জনগণ হ্যারমিওনে এই চরিত্রকে ভুলে যাক। তিনি বলেন, 'জনগণের হ্যারমিওনে চরিত্রকে ভুলে যাওয়ার অপেক্ষা করছি আমি'।
২০১৩ সালে 'সিন্ডারেলা' নামের চলচ্চিত্রে প্রধান নারী চরিত্রে অভিনয়ের জন্য ডিজনি এমাকে আমন্ত্রণ জানায়। অনেক কিছু বিবেচনা করার পর এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন এমা।
চলতি বছর 'সিন্ডারেলা' চলচ্চিত্র খুব সফল হয় এবং খুব ভালো বক্সঅফিসও অর্জন করে। তবে এমা এ নিয়ে একটুও পরিতাপ করেন না। 'সিন্ডারেলা'-র মতো এমন ধরনের চরিত্র পেতে চান না তিনি।