guangying
|
২০০১ সালে 'হ্যারি পটার' নামের ধারাবাহিক চলচ্চিত্রের প্রথম চলচ্চিত্র 'হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসোফার'স স্টোন' প্রদর্শিত হয়।
২০১১ সালে 'হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস: পার্ট টু' নামে চলচ্চিত্রটি হলো হ্যারি পোটার ধারাবাহিক চলচ্চিত্রের শেষের প্রতীক।
প্রায় দশ বছরের মধ্যে হ্যারি, হ্যারমিওনে এবং রোনাল্ড বিলিয়াস রোন উইসলি এ তিনটি চরিত্র হ্যারি পটারের অনুরাগীদের সঙ্গে বড় হয়ে ওঠেন। হ্যারি এবং রোনসহ দু'জন অভিনেতার বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের চেহারায় বয়সের ছাপ পড়তে থাকে এবং তারা তাদের সৌন্দর্য হারিয়ে ফেলেন। তবে হ্যারমিওনে ধীরে ধীরে একজন ছোট জাদুকরী থেকে 'দেবীতে' পরিণত হন।
সারা বিশ্বের চলচ্চিত্র অনুরাগীদের মনে হ্যারমিওনের চরিত্রে অভিনয় করা এমা ওয়াটসন সত্যিই একজন দেবী। শুধু আকর্ষণীয় চেহারার অধিকারী হওয়া ছাড়াও, এমা ওয়াটসন গত বছর যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে ব্রিটিশ সাহিত্য বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।