Web bengali.cri.cn   
চমত্কার কভার সংস্করণগুলো
  2015-12-07 18:27:15  cri
সুপ্রিয় শ্রোতা, 'ফুলের সাগর' নামের এই গানটি ২০০৮ সালে প্রথম প্রকাশিত হয়। জে চৌ এ গানের সুর সৃষ্টি করেন এবং তার সহকর্মীরা যৌথভাবে কথা লেখেন। সহকর্মীদের লেখা তুলনামূলক বিশ্লেষণ করে জে চৌ গানটির কথা নতুনভাবে তৈরি করেন।

গানটির অর্থ প্রায় এমন,

সব ফুল ফুটতে ভুলে গেছে;

দূর থেকে ভালোবাসা পরিষ্কার।

আকাশ তমসাচ্ছন্ন, কিন্তু ভালোবাসা তা পছন্দ করে।

ভালোবাসা কি তা আমি জানতাম না।

তুমি জানালার পাশে দাড়াতে পছন্দ করতে।

অনেক সময় তুমি জানালার কাছে আসো নি;

রঙ ঝলমলে সময় বিলীন হয়ে গেছে,

তোমার চোখের জলে।

দয়া করে আমাকে ছেড়ে যেও না কখনো।

দূরত্ব আমি সহ্য করতে পারবো না।

বিশাল সাগরের মতো আমি তোমাকে মিস করি।

কিন্তু আমার কথা তুমি শুনতে চাও না!

আমার ভালোবাসা তোমার স্বাধীনতায় বাধা।

ঘুড়ি দ্রুত উড়ে গেছে আর ফিরবে না

দয়া করে আমাকে ছড়ে যেও না কখনো।

আমাদের স্মৃতি আমি ভুলে যাবো না।

আমি তোমার কাছে ভীষণ ঋণী;

আবার শুরু করার জন্য আমি অপেক্ষা করছি।

পরিষ্কার আকাশ সাগরকে ভালোবাসে।

আমার প্রেমের গান তোমার হৃদয় জয় করার জন্য।

আমাদের ভালোবাসা আর নেই...!


1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040