1207yinyue
|
আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান। আর এ আয়োজনে আপনাদের সাথে আছি আমি আনন্দি।
শ্রোতাবন্ধুরা, আপনারা জানেন, জে চৌ (Jay Chou) গত ১৫ বছরে চীনের সবচেয়ে জনপ্রিয় একজন গায়ক। তার অনেক জনপ্রিয় গান আছে। সেই গানের চমত্কার কভার সংস্করণও রয়েছে। আজকে আমরা জে চৌয়ের নিজের লেখা ও গাওয়া কয়েকটি গান শুনবো। সবচেয়ে ভালো সংস্করণের গানগুলোর শুনবো সকলে মিলে।
শ্রোতা, শুরুতে আমরা 'মূল পথ' নামে জে চৌয়ের গানের একটি সংস্করণ শুনবো। ২০০৩ সালে একটি সিনেমার জন্য জে চৌ এই গানটি লেখেন। গানের সুরে জে চৌয়ের ট্রিপিক্যাল শৈলী আছে। তার এই ধরনের গানগুলোকে আমরা সাধারণত জে চৌয়ের প্রেমের গান বলে থাকি।
'মূল পথ' শিরোনামের গানটি এবার শুনুন। এ গানের অর্থ প্রায় এমন,
যেখানে আমি তোমাকে হারিয়েছি সেখানে দাঁড়িয়ে আছি।
আমার দুঃখ লুকাতে আমি কি করতে পারি?
তোমার সুগন্ধ দ্রুত বাতাসে উড়ছে।
এখন সুগন্ধ আর পাওয়া যায় না।
চোখ বন্ধ করলেই যেন তোমাকে দেখতে পাই;
আমি চাঁদের আলোয় তোমাকে খুঁজি।
সম্পর্কছেদেই আমার দুঃখের শুরু।
সব শেষ হয়ে যাওয়ার আগে আমি আবার তোমাকে ভালোবাসতে চাই।
তোমার প্রতি আমার ভালোবাসা প্রকাশ করার সাহস ছিলো না।
ভালোবাসা কেউ বুঝতে পারবে?
আমি স্তব্দ হয়ে দাড়িয়ে যাবো; তারপর তোমাকে ভুলে যাবো।
অবশেষে আমি চোখ বন্ধ করে ফেলবো।
ভাবছি ভবিষ্যতে নতুন কেউ আসবে জীবনে।
তাহলে আমি তোমাকে আর মিস করবো না।
আমি স্তব্দ হয়ে দাড়িয়ে যাবো; তারপর তোমাকে ভুলে যাবো।
অবশেষে আমি চোখ বন্ধ করে ফেলবো।
ভুলে যাওয়ার আগে তোমার স্নিগ্ধ মুখ আবার দেখতে চাই।
বন্ধুরা, এবার আমরা শু শিআও ওয়েই নামে চীনের একজন গায়িকার 'মূল পথ' গানটির আরেকটি সংস্করণ শুনবো।
শ্রোতাবন্ধুরা, দুটি সংস্করণের মধ্যে কোনটি আপনাদের কাছে বেশি ভালো লেগেছে?