Web bengali.cri.cn   
আন্তর্জাতিক চলচ্চিত্রাঙ্গনে চীনের চলচ্চিত্রের অবস্থা
  2015-11-26 16:25:21  cri

'দ্য হলিউড রিপোর্টার' নামে উত্তর আমেরিকার প্রভাবশালী চলচ্চিত্র তথ্য মাধ্যমের একজন সাংবাদিক হংকংয়ে 'সো ইয়াং' নামের চলচ্চিত্রটি দেখেন। চলচ্চিত্রটি দেখার পর তিনি দ্রুত গতিতে উন্নয়নশীল চীনের সমাজ প্রসঙ্গে চলচ্চিত্র পরিচালকের দৃষ্টির উচ্ছ্বসিত প্রশংসা করেন। একই সঙ্গে তিনি চলচ্চিত্রের শেষ ৪০ মিনিটের সমালোচনা করেন।

লি: অন্য দিকে 'টিনি টাইমস' নামে চীনের অন্য একটি চলচ্চিত্র সম্পর্কে বিদেশিদের মূল্যায়ন তেমন ভালো নয়। 'লস্ট ইন থাইল্যান্ড' চলচ্চিত্রটি এর উচ্চ বক্সঅফিসের মাধ্যমে অনেক পশ্চিমা তথ্য মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে। অবশেষে এ চলচ্চিত্রটি উত্তর আমেরিকার মিডিয়ার ১০০ স্কোরের মধ্যে ৫৫স্কোর অর্জন করে।

চীনের বাণিজ্যিক চলচ্চিত্রের তুলনায় চীনের শৈল্পিক চলচ্চিত্র আরো বেশি করে বিদেশের চলচ্চিত্র উত্সবে অংশ নিয়ে থাকে।

বৈশ্বিক চলচ্চিত্র উত্সবের জন্য প্রথমে চীনে চলচ্চিত্র বাছাই করা হয়। এর কারণ হলো সুপ্তশক্তিসম্পন্ন চীনের প্রতিভাবান চলচ্চিত্র পরিচালককে সমর্থন করা। তারা চীনের বিখ্যাত পরিচালক চিয়া চাং খ্যর উত্তরাধিকারীকে খুঁজে পাওয়ার আশা পোষণ করে।

চিয়া চাং খ্যর প্রতিটি চলচ্চিত্র বিদেশে অনেক জনপ্রিয়তা ও প্রশংসা পেয়েছে। কিন্তু তার নির্মিত চলচ্চিত্র চীনে তেমন জনপ্রিয় নয়।

চলতি বছরের কান চলচ্চিত্র উত্সবে চিয়া চাং খ্য এবং হৌ সিও সিয়েনের নতুন শিল্পকর্ম প্রদর্শিত হয়।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040