Web bengali.cri.cn   
আন্তর্জাতিক চলচ্চিত্রাঙ্গনে চীনের চলচ্চিত্রের অবস্থা
  2015-11-26 16:25:21  cri



বলা যায়, ২০১৫ সাল হলো চীনের চলচ্চিত্রাঙ্গনের তাত্পর্যপূর্ণ একটি বছর। এই বছরে প্রদর্শিত বেশ কয়েকটি চলচ্চিত্র ভালো বক্সঅফিস অর্জনের সঙ্গে সঙ্গে চীনা দর্শকদেরও ব্যাপক প্রশংসা পেয়েছে।

তবে চীনের এসব জনপ্রিয় চলচ্চিত্র কি আন্তর্জাতিক চলচ্চিত্রাঙ্গনে জনপ্রিয় হয়ে উঠতে পারে বা পশ্চিমা দর্শকদের মন জয় করতে পারে?

আসলে পশ্চিমা দর্শকদের চোখে চীনা চলচ্চিত্র মানেই প্রায় 'কুংফুং' ও 'উসিয়া-র সঙ্গে সম্পর্কিত।

সাম্প্রতিক বছরগুলোতে চীনের অর্থনীতি এবং আন্তর্জাতিক মর্যাদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আর এসব কারণে পশ্চিমা দর্শকদের কৌতূহল এবং দৃষ্টি শুধুমাত্র কুংফুতেই সীমাবদ্ধ নয়।

বাস্তবতানির্ভর কোনো কোনো চলচ্চিত্র বিদেশের চলচ্চিত্র প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে।

বর্তমানে চীনের চলচ্চিত্র বাজার প্রতি বছর নতুন রেকর্ড এবং নতুন বিস্ময় সৃষ্টি করছে। তবে চীনে বক্সঅফিস সৃষ্টিকারী এসব জনপ্রিয় চলচ্চিত্র সম্পর্কে বিদেশিরা খুব কম করেই জানতে পারছেন।

আসলে বিদেশে চীনের চলচ্চিত্র প্রচারের সম্ভাবনা অনেক বেশি। তবে প্রশ্ন হলো কিভাবে এসব চলচ্চিত্র বিদেশে প্রচার হবে?

এ প্রশ্নের উত্তর খুঁজতে আমরা দৃষ্টি ফেরাবো ২০০২ সালের দিকে। ২০০২ সালে চীনের চলচ্চিত্র পরিচালক চাং ই মৌ 'হিরো' নামে একটি উসিয়া চলচ্চিত্র নির্মাণ করেন। এর মধ্য দিয়ে তিনি চীনের চলচ্চিত্রের একটি মহান যুগ সৃষ্টি করেন।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040