Web bengali.cri.cn   
তিব্বতের স্বেচ্ছাসেবক দেং ইউজুয়ানের গল্প
  2015-11-21 17:00:30  cri

গান

প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন তিব্বতের স্বেচ্ছাসেবক দেং ইউজুয়ানের গল্প। এখন আপনাদের চিঠিপত্রের উত্তর দেওয়ার পালা।

বাংলাদেশের পাবনা জেলার পাছশুয়াল রেডিও শ্রোতা ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক এস এম হান্নান আমাদেরকে অডিও মতামত পাঠিয়েছেন। এখন আমরা একসঙ্গে তাঁর কথা শুনবো।

......

আচ্ছা, বন্ধু এস এম হান্নান, আপনাকে অডিও ফাইলের মাধ্যমে মতামত দেওয়ার জন্য ধন্যবাদ।

বাংলাদেশের বগুড়া জেলার মোঃ সাইফুল ইসলাম তার ই-মেইলে লিখেছেন, ....

আচ্ছা, বন্ধু সাইফুল ইসলাম আপনাকে ধন্যবাদ। আমি এখন আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। চীনেও ফেরিওয়ালার ডাক শোনা যায়। শুধু গ্রামে নয়, শহরেও মাঝে মাঝে ফেরিওয়ালাদের ডাক শোনা যায়। যদিও এখন চীন আগের তুলনায় অনেক আধুনিক হয়েছে, কিন্তু পুরনো ঐতিহ্য এখনও টিকে আছে। তবে এ কথা ঠিক যে, আগের মতো ফেরিওয়ালাদের দাপট এখন আর নেই।

রাজশাহী জেলার ইন্টারন্যাশনাল রেডিও ডিএক্স ক্লাবের সভাপতি মানিক মাহমুদ তার ই-মেইলে লিখেছেন, শুরুতে আমার সালাম এবং সাদা গোলাপ ফুলের শুভেচ্ছা গ্রহণ করবেন। ২৬.০৭.১৫ তারিখ রোববার সকালে মুক্তার কথা অনুষ্ঠানে চীনের ইসলাম ধর্মের প্রচার এবং চীনা মুসলিমদের অবদানের কথা মুক্তা আপুর কন্ঠে আসলেই আমার কাছে অসাধারণ লেগেছে। মুক্তা আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি বিষয়ে তথ্যপূর্ণ অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য। ২৬.০৭.১৫ তারিখ রোববারের সকালের অনুষ্ঠানের শ্রবণমান খুবই ভালো ছিলো।

বন্ধু মানিক মাহমুদ, আপনাকে চিঠির জন্য ধন্যবাদ। চীনের মুসলিমদের ওপর আমাদের প্রচারিত তথ্য জেনে আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম। আপনারা আমাদের চীন সম্পর্কিত প্রশ্ন পাঠান। আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার হামিম হোসেন মণ্ডল (বুলবুল) আমাদেরকে তাঁর নিজের কন্ঠে একটি গান রেকর্ড করে পাঠিয়েছেন। আমরা এখানে একসঙ্গে তাঁর কন্ঠে গানটি শুনবো।

......

আচ্ছা, বন্ধু হামিম হোসেন মণ্ডল (বুলবুল), আপনাকে নিজের কন্ঠে গান পাঠানোর জন্য ধন্যবাদ জানাই। আপনার গান আমাদের ভালো লেগেছে।

তিনি আমাদেরকে একটি কবিতাও লিখে পাঠিয়েছেন। তিনি আশা করেন, আমরা মুক্তার কথা অনুষ্ঠানে তাঁর কবিতা পড়ে শোনাবো। তাহলে এখন আমি তাঁর লেখা এ কবিতা পড়ছি।

আমি এমন

আমি সাঁতার জানি না,

তাই নদীকে ভয় পাই।

আমি কঠোর হতে পারি না,

তাই নারীর সঙ্গে নাই।

আমি নিষ্ঠুর নই,

তাই পারি না অস্ত্র হাতে

যুদ্ধে যেতে।

আমি যথেষ্ট জ্ঞানী নই,

তাই পারি না শান্ত হয়ে

বসে থাকতে।

আমি নির্বোধও নই,

যে অন্যায়কে মুখ বুঝে

সয়ে যাবো!

আমি অবুঝও নই,

যে বাস্তবকে নীরবে

ভুলে যাবো!

আচ্ছা, বন্ধু হামিম হোসেন মণ্ডল (বুলবুল), আপনাকে কবিতা পাঠানোর জন্য ধন্যবাদ জানাই।

বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি আপনাদেরকে একটি নতুন শ্রোতা সংঘের সাথে পরিচয় করিয়ে দিবো। নতুন এই শ্রোতাসংঘটি হচ্ছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার মধুমালা রেডিও ক্লাব। ক্লাবটির সভাপতি শাহাদাত হোসেন তার ই-মেলে লিখেছেন, শুভেচ্ছা নিবেন। দীর্ঘদিন যাবৎ আমরা রেডিও চীনের অনুষ্ঠান শুনছি। তবে অনুষ্ঠান শুনলেও আমাদের এবং সিআরআইয়ের মধ্যে কেমন যেন একটা দূরত্ব ছিল। তাই একটি শ্রোতা ক্লাব গঠনের সিদ্ধান্ত নিয়েছি। অনেক দিন থেকে ভাবলেও কিছুদিন আগে সে ভাবনা বাস্তবে রূপ দিতে পেরেছি। গত মাসের শেষ দিকে ২১ সদস্য বিশিষ্ট 'মধুমালা রেডিও ক্লাব' নামে একটি বেতার ক্লাব গঠন করেছি। তবে জানি না এটা আপনাদের কাছে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে। যদি রেজিস্ট্রেশনের সুযোগ থাকে তবে তা জানাবেন।

আচ্ছা, বন্ধু শাহাদাত হোসেন, আমি আপনাদের ক্লাবের নাম আমাদের শ্রোতাসংঘ নাম তালিকায় অন্তর্ভুক্ত করে দিয়েছি। আশা করি, আপনার ক্লাবের সকল সদস্য নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন এবং আমাদেরকে লিখবেন। ধন্যবাদ।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন আর আপনার যে-কোনো মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন চিঠি বা ই-মেইলের মাধ্যমে।

আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/আলিম)


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040