

0829muktarkotha
|
সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা এবং আলিমুল হক।
প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি তিব্বতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা একজন মেয়ের গল্প আপনাদেরকে শোনাতে চাই। তিনি হলেন দেং ইউজুয়ান। দেং ইউজুয়ান ২০১৪ সালের জুলাই মাসে থিয়ানচিন শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। তাঁর জন্মস্থান হল গানসু প্রদেশের রাজধানী লানচৌ শহর। কিন্তু তিনি স্নাতক হওয়ার পর তিব্বতের সবচেয়ে কঠোর স্থান আলি এলাকায় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন। তিনি বলেন,
'আমার জন্মস্থান গানসু প্রদেশের লানচৌ শহর। আমার বয়স ২৫ বছর। আমি বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর ডিগ্রী অর্জন করার পর এখানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন শুরু করি। আগে এখানে ৫০ জনেরও বেশি স্বেচ্ছাসেবক ছিল। কিন্তু এখন আমিসহ মাত্র ২৯ জন রয়েছে।'
দেং ইউজুয়ানের পরিবারে মোট চারজন রয়েছেন: বাবা, মা, বড় ভাই ও তিনি নিজে। তিনি ছাড়া আরও তিন জন লানচৌতে কৃষিকাজ করেন। তিনি বলেন,
(রে ২)
'বাবা-মা আমার বড় ভাই'র সঙ্গে থাকেন। আমার বাবা-মা আমাকে এখানে কাজ করতে উত্সাহ দেন। প্রথম বছরে আমি চিঠি পাঠানো ও গ্রহণ এবং সংশোধনের কাজ করতাম। এর পর আমি স্কুলে ক্লাশ-টিচারের দায়িত্ব পালন করি। আমি প্রতিদিন সাড়ে পাঁচ ঘন্টা কাজ করি। কাজ ছাড়া আমি হ্যান্ডরাইটিং ও গিটার শিখি, বই পড়ি।'




