Web bengali.cri.cn   
রাশিয়া ও মধ্য-এশিয়ায় সবজি রফতানি বাড়াবে চীন
  2015-11-02 17:31:19  cri

রাশিয়া ও মধ্য-এশিয়ার দেশগুলোতে সবজি রফতানি বাড়ানোর পরিকল্পনা করছে চীন। দেশটি থেকে সাধারণত যুক্তরাষ্ট্র, ব্রাজিল, জাপান ও দক্ষিণ কোরিয়ায় সবজি রফতানি হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক কালে এসব দেশে চীনা সবজির চাহিদা কমেছে এবং পাশাপাশি বেড়েছে অ্যান্টি-ডাম্পিং কর। এমনি এক প্রেক্ষাপটে চীনের সবজি-উত্পাদকরা নতুন বাজার খুঁজছেন এবং তাদের দৃষ্টি এখন রাশিয়া ও মধ্য-এশিয়ার দিকে।

ছাই লি পিং পেইচিংভিত্তিক চায়না সবজি সমিতি (সিভিএ)-র মহাসচিব। তিনি বললেন, প্রচলিত বাজারগুলোতে প্রবেশ করতে বিভিন্ন শুল্কবাধা অতিক্রম করতে হয়। এসব বাজারের মান-নিয়ন্ত্রণ পরীক্ষাও অত্যন্ত কঠিন। মাঝেমাঝে এসব দেশ পর্যাপ্ত কারণ না-দর্শিয়েই সরবরাহকৃত পণ্য গ্রহণে অস্বীকৃতি জানায়।

ছাই লি পিং আরও বলেন, এসব সমস্যা কাটিয়ে উঠতেই বিকল্প বাজার খোঁজা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করলেন পূর্ব চীনের শানতুং প্রদেশের 'সবজি শহর' শৌকুয়াংয়ের উদ্যোগের কথা। শহরটি 'শৌকুয়াং-রাশিয়া সীমান্ত বাণিজ্য সমিতি' গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। উদ্দেশ্য: বিশ্ববাজারে চীনা সবজি রফতানির নতুন চ্যানেল সৃষ্টি করা।

উত্তর-পূর্ব চীনের হেইলংচিয়াং প্রদেশও অনুরূপ উদ্যোগ গ্রহণ করেছে। সীমান্ত বাণিজ্য বাড়াতে প্রদেশটি কয়েকটি নির্বাচিত কাউন্টি ও শহরে ২০টি সবজি উৎপাদনকেন্দ্র গড়ে তুলবে। এসব কেন্দ্রে গাজর, পেঁয়াজ, সুগারবিট, সালাদ আলু ও রঙিন মিষ্টি মরিচ উৎপাদন করা হবে।

যুক্তরাষ্ট্র, ব্রাজিল, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো পুরাতন বাজারগুলোতে সবজি রফতানি করতে গিয়ে সাম্প্রতিককালে চীনা ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের সমস্যা ও চাপের সম্মুখীন হয়েছেন। উদাহরণস্বরূপ চীনা রসুনের কথা ধরা যাক। সম্প্রতি ব্রাজিল চীনের রসুনের ওপর কিলোগ্রামপ্রতি ০.৭৮ মার্কিন ডলার অ্যান্টি-ডাম্পিং কর আরোপ করেছে। অন্যদিকে একই পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ১৯৯৫ সাল থেকেই ৩৭৬ শতাংশ হারে অ্যান্টি-ডাম্পিং কর আরোপ করে রেখেছে।

এ ছাড়া, চীনের রসুনের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইন্দোনেশিয়া কঠোরভাবে কোটা পদ্ধতি মেনে চলে। গত জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত 'সাউথ কোরিয়া অ্যাগ্রো-ফিশারিজ অ্যান্ড ফুড ট্রেড কর্পোরেশান' চীন থেকে পাঠানো ২২০০ মেট্রিক টন রসুনের একটি চালান গ্রহণে অস্বীকৃতি জানায়। প্রতিষ্ঠানটির অভিযোগ, ওই রসুনের মান ভাল ছিল না। এতে শানতুংয়ের কৃষকদের ১৬ লাখ মার্কিন ডলারের ক্ষতি স্বীকার করতে হয়।

ভূ-রাজনৈতিক কারণ ও ইউক্রেনে সংঘর্ষের প্রেক্ষাপটে রাশিয়া ইতোমধ্যেই ইউরোপীয় ইউনিয়ন থেকে সবধরনের ফল ও সবজি আমদানি নিষিদ্ধ করেছে। যুক্তরাষ্ট্র থেকে সবধরনের খাদ্য আমদানির ওপরও মস্কো নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এই পরিবর্তিত পরিস্থিতিই চীনের সবজি রফতানিকারকদের প্রতিবেশী রাশিয়ার দিকে দৃষ্টি দিতে উৎসাহিত করেছে বলে মনে করেন ছাই লি পিং। তিনি বলেন,

"হেই লুং চিয়াংয়ের নতুন প্রকল্পগুলোর লক্ষ্য শুধু রাশিয়ায় সবজি রফতানি বাড়ানো নয়। প্রকল্পগুলোর আওতায় কয়েকটি লজিস্টিক্স, ডিস্ট্রিবিউশান ও প্রাইস-সেটিং কেন্দ্র গড়ে তোলা হবে। এসব কেন্দ্র রাশিয়ার সর্বপুবে চীনা সবজি রফতানির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। রাশিয়ার এসব অঞ্চলে চীনা সবজি ও ফলের চাহিদা বেশি। কারণ, প্রচণ্ড ঠাণ্ডার ফলে এ অঞ্চলের অধিকাংশ ভূমিতে সবজি বা ফল উৎপন্ন হয় না।"

শানতুং শৌকুয়াং ভেজিটেবল ট্রেডিং কোম্পানির উপ-মহাব্যবস্থাপক লিন কুয়াং মিং। তিনি মনে করেন, বাণিজ্য সমিতি গড়ে উঠলে তাদের ব্যবসায় গতি আসবে। তিনি বলেন, "রাশিয়ার বাজারে আমাদের সবজির চাহিদা উৎসাহব্যঞ্জক। আগামী বছর এ চাহিদা আরও বাড়বে।"

তিনি আশা করছেন, চলতি বছর চীন থেকে সবজি রফতানি গত বছরের চেয়ে ৬০ শতাংশ বেড়ে ৩৩১ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াবে। উল্লেখ্য, গত বছর চীন ১২.৫ বিলিয়ন ডলার মূল্যের মোট ৯.৭৬ মিলিয়ন টন সবজি বিভিন্ন দেশে রফতানি করে। (আলিম)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040