Web bengali.cri.cn   
সি দম্পতির সম্মানে ব্রিটিশ রানীর ভোজ
  2015-10-21 16:31:21  cri

অক্টোবর ২১ : ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেদ চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও তার স্ত্রী পেং লি ইউয়ানের সম্মানে এক অড়াম্বরপূর্ণ ভোজের আয়োজন করেন। স্থানীয় সময় মঙ্গলবার বাকিংহাম প্রাসাদে এ ভোজের আয়োজন করা হয়।

ভোজসভায় রানী এলিজাবেদ ও প্রেসিডেন্ট সি পৃথক পৃথকভাবে ভাষণ দেন। ভাষণে তারা চীন ও ব্রিটেনের সম্পর্কের ভূয়সী প্রশংসা করে বলেন, দু'দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরো উন্নয়ন করতে হবে।

এ সময় রানী এলিজাবেদ বলেন, চলতি বছর হলো ব্রিটেন-চীন সম্পর্কের বিশেষ একটি বছর। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ব্রিটেন সফর একটি গুরুত্বপূর্ণ মাইলফোলক। এই সফর দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো উন্নত করেছে।

তিনি বলেন, ব্রিটেন-চীন সম্পর্ক সত্যিকার অর্থে বিশ্ব অংশীদারিত্বের একটি অংশ। চলতি বছর জাতিসংঘ স্থাপনের ৭০তম বার্ষিকী। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ হিসেবে ব্রিটেন ও চীন আন্তর্জাতিক পরিস্থিতির রক্ষাকারী।

রানী আরো বলেন, বিশ্বে সংঘর্ষ মোকাবিলা, দারিদ্র বিমোচন, সম্পদের রক্ষা এবং জলবায়ুর পরিবর্তনে দু'দেশের উচিত হাতে হাত রেখে যৌথ চেষ্টা চালানো। এ দু'দেশ ও বিশ্ববাসীর নিরাপত্তা এবং সমৃদ্ধির জন্য ইতিবাচক অবদান রাখা প্রয়োজন।

ভাষণে প্রেসিডেন্ট সি বলেন, চীন ও ব্রিটেন পূর্ব ও পাশ্চাত্য সংস্কৃতির দু'টি শ্রেষ্ঠ প্রতিনিধি দেশ। যদিও দু'দেশের মধ্যে পথের দূরত্ব বেশি। তবে দু'দেশই পরস্পরের ওপর প্রভাব বিস্তার করে। দু'দেশের সাংস্কৃতিক বিনিময় শুধুই নিজস্ব সংস্কৃতি এবং সমাজের উন্নয়ন করেছে তা নয়। বরং তা মানব জাতির উন্নয়নের জন্য উল্লেখযোগ্য অবদান রাখছে। (শুয়েই/মান্না)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040