Web bengali.cri.cn   
লন্ডনে সি দম্পত্তি ও প্রিন্স চালর্স দম্পতি সাক্ষাত
  2015-10-21 14:52:25  cri

অক্টোবর ২১: স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও তার স্ত্রী পেং লি ইউয়ান লন্ডনে প্রিন্স চালর্স ও তার স্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন।

প্রিন্স চালর্স দম্পতি ক্লিয়ারেন্স হাউজের সামনে প্রেসিডেন্ট সি চিন পিং ও পেং লি ইউয়ানকে অভ্যর্থনা জানান। এ সময় চারজন বাদক বীণার সুরে ওয়েলসের লোকসংগীত বাজিয়ে তাদের সম্মান প্রদর্শন করেন। সি দম্পতি যুক্তরাজ্যে চীনা ছাত্রছাত্রীদের চিত্র, ভাস্কর্যসহ বিভিন্ন শিল্পকর্ম দেখেন। পরে, দু পক্ষ অন্তরঙ্গ ও বন্ধুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেন।

সি চিন পিং বলেন, বিশ্বে চীন ও যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ দেশ। দু দেশের সম্পর্কের কৌশলগত অর্থ ও বিশ্বব্যাপী প্রভাব রয়েছে। দীর্ঘকালে যুক্তরাজ্যের রাজ পরিবার চীন ও যুক্তরাজ্যের সম্পর্কের উন্নয়নের উপর নজর রেখেছে। তাদের সমর্থন আছে বলেই দু'দেশের সম্পর্কের উন্নয়ন হচ্ছে প্রতিনিয়ত।

তিনি আরো বলেন, চীন যুক্তরাজ্যের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক। এ সময় রাজ পরিবারকে চীন সফরের আমন্ত্রণ জানান সি চিন পিং।

প্রিন্স চালর্স ও তার স্ত্রী যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে প্রেসিডেন্ট সি চিন পিংকে স্বাগত জানান। এ সফরের সফলতার মাধ্যমে দু দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। (শিশির/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040