Web bengali.cri.cn   
রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন সি চিন পিং
  2015-10-20 10:36:59  cri

অক্টোবর ২০: রাষ্ট্রীয় সফরের উদ্দেশে গতকাল (সোমবার) যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

এদিন স্থানীয় সময় রাত ৮টায় প্রেসিডেন্ট সিকে বহনকারী বিশেষ বিমান হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে যুক্তরাজ্যের রাণী দ্বিতীয় এলিজাবেথের প্রতিনিধি ভিজকাউন্ট হুড ও পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড প্রেসিডেন্ট সি ও তার স্ত্রী ফেং লি ইউয়ানকে অভ্যর্থনা জানান।

এসময় সি চিন পিং যুক্তরাজ্যের সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, চীন ও ব্রিটেনের দীর্ঘ ইতিহাস ও বৈশিষ্ট্যময় সংস্কৃতি রয়েছে। দু'দেশে মানব জাতির উন্নয়নে বিশেষ অবদান রেখেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ এবং বিশ্বের গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বিশ্বের শান্তি

রক্ষা এবং যৌথ উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়াসহ বিভিন্ন বিষয়ে চীন ও ব্রিটেনের অভিন্ন স্বার্থ ও দায়িত্ব রয়েছে।

সি চিন পিং বলেন, তিনি আশা করছেন, এবারের যুক্তরাজ্য সফরে তিনি দেশটির নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে গভীরভাবে মত বিনিময় করতে পারবেন, বিভিন্ন মহলের ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে চীন-ব্রিটেন সহযোগিতা গভীরতর করার পরিকল্পনা করতে পারবেন।

এতে চীন-ব্রিটেন সম্পর্কের উন্নয়ন থেকে দু'দেশের জনগণ উপকৃত হওয়ার পাশাপাশি বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে অবদান রাখতে পারবেন বলেও আশা করেন তিনি। (শিশির/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040