Web bengali.cri.cn   
বাংলাদেশে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এমসিকিউয়ের নম্বর কমছে
  2015-10-08 14:46:07  cri

অক্টোবর ৮: বাংলাদেশে ২০১৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা থেকে বহুনির্বাচনী প্রশ্নের (এমসিকিউ) ১০ নম্বর কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই ১০ নম্বরের জায়গায় সৃজনশীল অংশ যুক্ত হবে।

এ ছাড়া আগামী বছরের (২০১৬) এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আগে দিতে হবে এমসিকিউ প্রশ্নের উত্তর, তারপর সৃজনশীল অংশের।

গতকাল (বুধবার) দেশটির শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

এতদিন পরীক্ষার শুরুতে সৃজনশীল এবং এরপর এমসিকিউ অংশের উত্তর দিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।

বৈঠকে উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই এমসিকিউ প্রশ্নের নম্বর কমিয়ে দেওয়ার চিন্তাভাবনা চলছিল।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার হলে 'এমসিকিউ প্রশ্নপত্রের পরীক্ষা সুষ্ঠুভাবে' পরিচালনার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। (টুটুল)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040