

প্রিয় শ্রোতা, আপনারা এখন 'আরেকজনের সঙ্গে দেখা করো' নামে চলচ্চিত্রের একটি গান শুনবেন। এই গানে একজোড়া প্রেমিক-প্রেমিকার বিপরীত দিকে চলে যাওয়ার কথা বর্ণনা করা হয়েছে। আগের ভালোবাসা রক্ষা করতে না পারার ভাবানুভূতি বর্ণনা করা হয়েছে। গানের সুর একটু বেদনার।
প্রিয় শ্রোতা, এখন সবাই মিলে 'Forever Young' নামে চলচ্চিত্রের আরেকটি গান উপভোগ করবো। গানের নাম 'সৌভাগ্য হলো, তরুণ্যে তুমি আমার পাশে থাকবে'। গানের নাম থেকে এ গানের অর্থ সহজেই বোঝা যায়, তাই না? এ গানে বলা হয়েছে, ভবিষ্যতের একদিন আমরা বৃদ্ধ হয়ে যাবো এবং তরুণ সময়ের স্মৃতিচারণ করবো। আমি বলতে পারি, আমার যৌবনে কোনো পরিতাপ ছিলো না। কারণ আমার তরুণ্যে তুমি আমার পাশে ছিলে এবং তোমার সঙ্গে আমার অভিন্ন স্মৃতি আছে। তা-ই যথেষ্ট।
প্রিয় শ্রোতা, এখন আমি আজকের সুরের ধারায় শেষ গানটি শোনাবো। গানের নাম হলো 'বিদায় বিদায়'।
মানুষ হিসেবে বড় হওয়ার সে দিন অবশেষ আসবে জীবনে। বড় হওয়ার প্রক্রিয়ায় কত ঘনিষ্ঠ সহপাঠী, শিক্ষক বা কত অবিস্মরণীয় প্রেমিক বা প্রেমিকা থাকে। যাই হোক না কেন, সব কিছু থেকে বিদায় নিতে হবে আমাকে। যে লোক চিরদিন তোমার পাশে থাকতে পারে এবং তোমার সঙ্গে জীবনের বাকি সময় অতিবাহিত করতে পারে সে অবশ্যই সঠিক সময় আবির্ভূত হতে পারে। তাই ধৈর্য্য নিয়ে একটু অপেক্ষা করো। সামনে একজন শান্তভাবে তোমার জন্য অপেক্ষা করছে।




