

প্রিয় শ্রোতা, এখন সবাই মিলে 'Fleet of Time' শিরোনামে এ চলচ্চিত্রের থিম সঙ্গীত শুনবো। গানের নামও 'Fleet of Time'। চীনের খুব জনপ্রিয় গায়িক ওয়াং ফে এ গানে কন্ঠ দিয়েছেন। গানে তরুণ্য সম্পর্কিত এক ধরনের বিশেষ স্মৃতি তুলে ধরা হয়েছে। আচ্ছা, এখন আমার সঙ্গে গানটি উপভোগ করুন।
বন্ধুরা, পরের সুরের ধারায় আমি 'Forever Young' নামে 'যৌবন' সম্পর্কিত চীনের আরেকটি চলচ্চিত্রের বেশ কয়েকটি গান শোনাবো আপনাদের।
'Forever Young' নামে চলচ্চিত্রে চীনের তরুণ প্রজন্মের নিজেদের স্বপ্ন অন্বেষণ ও বাস্তবায়নের জন্য নিরলস প্রচেষ্টা চালানোর গল্প তুলে ধরা হয়েছে। তাদের ভালোবাসা ও বন্ধুত্ব তুলে ধরা হয়েছে এ চলচ্চিত্রে।
প্রিয় শ্রোতা, এখন আমি যে গানটি শোনাবো তার নাম হলো 'গন্ধরাজ ফুল ফোঁটে'। গানের কথা এমন,
গন্ধরাজ ফুল ফোঁটে,
এই ঋতুতে আমরা বিভিন্ন দিকে চলে যাবো।
আমার প্রিয় মেয়ে, লজ্জিত মেয়ে, তোমাকে 'বিদায়' বলতে হবে।
গন্ধরাজ ফুল ফোঁটে,
এত সুন্দর, এত সুগন্ধ।
সময় প্রবাহমান জলের মতো সমানে দৌঁড়াচ্ছে এবং যা কোনো একজনের জন্য থামতে পারে না।
বিদায়, আমার যৌবন, বিদায়, আমার প্রথম প্রেম।




