

filmmusic
|
প্রিয় শ্রোতা, কেমন আছেন আপনারা? নিশ্চয় ভালো। আমিও ভালো আছি। এই বৃহস্পতিবার 'সুরের ধারায়' অনুষ্ঠানে সবার সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে আমি খুবই খুশি।
আজকের সুরের ধারায় অনুষ্ঠানে আমি যৌবন সম্পর্কিত চলচ্চিত্রের বেশ কয়েকটি গান শোনাবো শ্রোতাদের।
প্রথমে আমি 'Fleet of Time' শিরোনামে চীনের একটি চলচ্চিত্রের বেশ কয়েকটি গান শোনাবো আপনাদের। 'Fleet of Time' শিরোনামে চলচ্চিত্রে কয়েকজন বন্ধুর ১৫ বছরের সম্পর্ক, ভালোবাসা ও স্মৃতি বর্ণনা করা হয়েছে।
প্রিয় শ্রোতা, আপনারা এখন যে গানটি শুনছেন তার নাম 'তোমার কাছ থেকে বিদায় নেয়ার সেই বছর'। নাম শুনে সহজেই বোঝা যায়, এ গানের সুর কিছুটা বেদনাদায়ক। এক জোড়া প্রেমিক-প্রেমিকা একে অপরকে গভীরভাবে ভালোবাসা সত্ত্বেও কোনো কারণে পরস্পরের কাছ থেকে বিদায় নিতে বাধ্য হয়। চলুন, সবাই মিলে এ গানটি শুনবো।
বন্ধুরা, এখন আমি যে গানটি বাজাচ্ছি তার নাম 'আমাদের দু'জনের মধ্যে কি হয়েছে?' এ গানে হালকা এক ধরনের অসহায়ত্ব প্রকাশিত হয়েছে। অধিকাংশ মানুষ যে কথার সঙ্গে একমত হন সে কথা হলো, স্কুলের শিক্ষার্থীদের প্রেম বা ভালোবাসা স্থায়ী ও স্থিতিশীল নয়। তাদের মধ্যে খুব কম জনের মিলন হয়। অধিকাংশ প্রেমিক-প্রেমিকার সম্পর্ক মাঝপথে নষ্ট হয়ে যায়। এর কারণ কি? হয়তো তরুণ বয়সে মানুষের মানসিকতা যথেষ্ট পরিপক্ক হয় না। তাই সমস্যায় পড়তে হয়।




