শ্রোতাবন্ধুরা, এখন সবাই মিলে 'Bum Bum Bole' 'বুম বুম বলে' নামে একটি গান উপভোগ করবো। গানের সুর দারুণ ছন্দময়। এ গানটি শোনার সঙ্গে সঙ্গে সকলের যেন নাচতে ইচ্ছে করে।
প্রিয় শ্রোতা, এখন আমি যে গানটি শোনাচ্ছি তার নাম 'Jame Raho' জামে রহো। শুনুন গানটি।
বন্ধুরা, এখন সবাই মিলে 'Maa' নামে একটি গান উপভোগ করবো। অদ্ভূত সুন্দর ও হৃদয়গ্রাহী এই গানটি। মা এই পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ এবং সম্পর্ক। মা তো সব জানে! তাহলে সন্তানের মনের খবরো সে নিশ্চয় জানে, এমনই একটি তথ্য এ গানে তুলে ধরা হয়েছে।
এ গানে প্রাণবন্তভাবে বড় হওয়ার প্রক্রিয়ায় শিশুর জীবনে মায়ের ভূমিকা বর্ণনা করা হয়েছে। শিশুটি মাকে মনের কথা বলতে চায়, তবে বলতে ভয় পায়। সে মনে মনে বলে, 'মা তুমি তো সবই জানো, তাহলে আমাকে কেনো বলতে হবে! তুমি কেনো বুঝে পারো না মা'। সত্যি, শিশুর বড় হওয়ার প্রক্রিয়ায় বাবা-মাকে নিজের সন্তাদের ওপর বেশি নজর রাখতেই হয়।
প্রিয় শ্রোতা, এখন আমরা 'Bheja Kum' 'বুঝে কম' শিরোনামে একটি গান শুনুবো।
প্রিয় শ্রোতাবন্ধুরা, চলুন, আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠানের শেষের গানটি শুনি। এ গানের নাম হলো 'Mera Jahan' 'ম্যারি জাহান'।