guangying
|
ভারতের একটি হিন্দি সিনেমা। নাম 'তারে জামিন পার'। এই সিনেমায় তুলে ধরা হয়েছে শিক্ষক-ছাত্র সম্পর্ক কেমন হওয়া জরুরী। স্কুলে ছোটদের পড়ার ধরণ কেমন হওয়া উচিত। সত্যি শিক্ষনীয় একটি সিনেমা। ভারতীয় সিনেমার শিক্তশালী অভিনেতা আমির খান এই সিনেমায় প্রধান চরিত্র শিক্ষক 'রাম সরকার নিকম্ব' চরিত্রে অনবদ্ধ অভিনয় করেছেন। শিশু 'ইষাণ' চরিত্রে চমত্কার অভিনয় করেছে শিশুশিল্পী দেশাল সাফারি। তাদের যুগল অভিনয় সিনেমাটিকে সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার এনে দিয়েছে। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন আমির খান এবং শ্রেষ্ঠ শিশুশিল্পীর পুরস্কার পেয়েছে দেশাল সাফারি।
বন্ধুরা, এই 'তারে জামিন পার' সিনেমার বেশ কয়েকটি গান সবাইকে উপহার দেবো আজ। আশা করছি সবাই গানগুলো উপভোগ করবেন।
'তারে জামিন পার' নামের সিনেমাটি শিশুর বড় হওয়া সম্পর্কিত একটি মনোমুগ্ধকর ছবি। এতে শ্রদ্ধাভাজন একজন শিক্ষক এবং স্মার্ট এক ছাত্রের গল্প তুলে ধরা হয়েছে। এ সিনেমার পরিচালক আমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, শিক্ষাদানের পদ্ধতি সবসময় একই ধরনের হওয়া উচিত নয়। জীবন গড়ার এই পথে হাঁটার রাস্তা একটি নয় বরং একাধিক থাকা উচিত। কেবল উন্মুক্ত প্রতিদ্বন্দ্বিতায় ভাল ফলাফলই শিক্ষাদানের একমাত্র বিবেচ্য হওয়া কাম্য নয় কখনোই।