আমি আশা করছি, বড় হওয়ার পথ-প্ররিক্রমায় প্রত্যেক শিশু এ সিনেমার ছোট চরিত্র ইষাণের মতো ভাগ্যবান হবে। সব বাচ্চারাই যেন শিক্ষা জীবনে এই সিনেমার শিক্ষকের মতো ভালো একজন শিক্ষকের সান্নিধ্য পায় এবং হাসি-খুশি এবং শান্তিতে শিক্ষা জীবন শেষ করে বড় হতে যাবে এই কামনাই রইলো।
প্রিয় শ্রোতা, এখন সবাই মিলে এ সিনেমার বেশ কয়েকটি গান উপভোগ করবো।
প্রিয় শ্রোতা, আপনারা এখন যে গানটি শুনছেন তা এই সিনেমার টাইটেল সং। সিনেমার নামেই এ গানের নাম 'Taare Zameen Par'।
এ গানের কথা এমন, তাদের দেখো, তারা যেন এক একটি শিশিরের বিন্দুর মতো। তারাই হলো পৃথিবীতে বাস করা তারা। তারা যেন শীতকালে সূর্যের আলোর মতো। আমাদের মনকে অন্ধকার থেকে বের করে আনতে চায়...। আচ্ছা, এখন পুরো গানটি শোনা যাক।
প্রিয় শ্রোতা, এখন আমি যে গানটি বাজাচ্ছি তার নাম 'Kholo Kholo' 'খোলো খোলো'।
এই গানের সুর অনেক মশ্রিণ ও সুমধুর। এ গানে একজন ৭/৮ বছর বয়সী ছোট্ট লাজুক ছেলের শিক্ষকের অনুপ্রেরণায় ধাপে ধাপে নিজের মন খুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার গল্প তুলে ধরা হয়েছে।