

মার্চ ১৫: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং আজ (রোববার) পেইচিংয়ে বলেছেন, চীনের অর্থনীতি নিম্নমুখী চাপের সম্মুখীন এবং এতে বহু ঝুঁকিও রয়েছে। এটা আমরা অস্বীকার করবো না। তবে, গুরুত্বপূর্ণ বিষয় হলো, নতুন পরিস্থিতিতে স্থিতিশীল প্রবৃদ্ধি এবং কাঠামো সুবিন্যাসের মাধ্যমে ভারসাম্য রক্ষা করা। আমি বিশ্বাস করি, সবাই একাত্ম হয়ে কাজ করলে চীনা অর্থনীতির সার্বিক পরিস্থিতি ও মৌলিক অবস্থার টেকসই ইতিবাচক দিক বজায় রাখা সম্ভব।
চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশনের পর আয়োজিত দেশি বিদেশি সাংবাদিকদের সম্মেলনে লি খ্য ছিয়াং এসব কথা বলেছেন।
তিনি বলেন, চীনের অর্থনীতি স্বাভাবিকভাবে নতুন অবস্থায় প্রবেশ করেছে। এ বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির হার প্রায় ৭ শতাংশ। প্রবৃদ্ধি কমেছে মনে হলেও এ লক্ষ্য বাস্তবায়ন সহজ নয়। কারণ চীনা অর্থনীতির মোট পরিমাণ বেড়েছে ১০ ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। যদি ৭ শতাংশ প্রবৃদ্ধির বাস্তবায়িত হয়, তা একটি মধ্য মানের দেশের বার্ষিক আর্থিক পরিমাণের সমান হবে।
লি খ্য ছিয়াং উল্লেখ্য করেন, এ প্রক্রিয়ায় আমরা যদি গুণগত মান ও মুনাফার ওপর গুরুত্ব দিই, চীনের অর্থনীতিকে নিম্ন-মধ্য পর্যায় থেকে উচ্চ পর্যায়ে উন্নীত করার প্রচেষ্টা চালাই, তাহলে অপেক্ষাকৃত দীর্ঘ সময় ধরে চীনা অর্থনীতির মধ্য ও উচ্চ প্রবৃদ্ধির গতি বজায় থাকবে। আমাদের আধুনিকায়নের ভিত্তি মজবুত হবে। এটা বিশ্বের জন্যও চীনের বড় অবদান। (ইয়ু/তৌহিদ)

| ||||



