Web bengali.cri.cn   
চীনের কুংফু চলচ্চিত্রের সংক্ষিপ্ত ইতিহাস
  2015-02-26 09:49:15  cri

১৯৭১ সালে 'দ্য বিগ বস' চলচ্চিত্রটি প্রকাশ্যে প্রদর্শনের পর দক্ষিণ পূর্ব এশিয়ার বক্স অফিসে নতুন রেকর্ড সৃষ্টি করে। ব্রুস লি খুব দ্রুত এশিয়া, তথা বিশ্ব ও হলিউডে সুপরিচিত হয়ে ওঠেন। আর 'কুংফু' শব্দটিও জনপ্রিয়তা লাভ করতে থাকে । বলা যায়, ব্রুস লি হচ্ছেন চীনের হংকংয়ের চলচ্চিত্রাঙ্গনের প্রথম আন্তর্জাতিক তারকা।

চিয়া হো কোম্পানিতে ব্রুস লি'র যোগ দেওয়ায় শাও ব্রাদার্স (হংকং) লিমিটেডের জনপ্রিয়তা কিছুটা হ্রাস পেতে থাকে। তবে ১৯৭৩ সালে ব্রুস লি হঠাত মৃত্যুর কোলে ঢলে পড়েন। এসময় তাঁর বয়স হয়েছিলো মাত্র ৩৩ বছর। ব্রুস লি মারা যাওয়ার পর হংকংয়ের চলচ্চিত্রাঙ্গনে শাও ব্রাদার্স (হংকং) লিমিটেড আবার আগের মর্যাদায় ফিরে আসে। ব্রুস লি'র মৃত্যুর পর দীর্ঘ সময় তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন নি কেউ।

জ্যাকি ছান প্রথম দিকে নিজের সঙ্গে সঙ্গতিপূর্ণ স্টাইল খুঁজে পেতে ব্যর্থ হন। তারপর নিজেই কুংফুর সঙ্গে কমেডির সংমিশ্রণ ঘটানো শুরু করেন। ফলে একধরনের বৈশিষ্ট্যসম্পন্ন অভিনয়ের স্টাইল গড়ে তোলেন জ্যাকি ছান। ১৯৭৮ সাল থেকে এখন পর্যন্ত হংকংয়ের চলচ্চিত্রাঙ্গনে সক্রিয় এক অভিনেতা হিসেবে কাজ করে চলেছেন তিনি। বলা যায়, হংকংয়ের একশনধর্মী চলচ্চিত্রে প্রতিনিধিত্বকারী একজন অভিনেতা হলেন জ্যাকি ছান। তিনি ব্রুস লি'র পর হংকং থেকে আন্তর্জাতিক চলচ্চিত্রের মঞ্চে প্রবেশ করা দ্বিতীয় আন্তর্জাতিক কুংফু তারকা।

1 2 3 4 5 6 7
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040