Web bengali.cri.cn   
চীনের কুংফু চলচ্চিত্রের সংক্ষিপ্ত ইতিহাস
  2015-02-26 09:49:15  cri

২০ শতাব্দীর ৩০'র দশকে তখনকার কুওমিনতাং পার্টির সরকার 'বার্নিং অব দ্য রেড লোটাস মনাস্টেরি' নামে ধারাবাহিক চলচ্চিত্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এসময় উসিয়া বা কুংফু চলচ্চিত্র ধীরে ধীরে হংকংয়ে স্থানান্তরিত হতে শুরু হয়।

২০ শতাব্দীর ৪০'র দশকের পর হংকংয়ের চলচ্চিত্র শিল্প ধাপে ধাপে পুনরুদ্ধার হতে থাকে। চীনের মুল-ভূভাগের চলচ্চিত্র কর্মীরা সরাসরি হংকংয়ের চলচ্চিত্রে যুক্ত হয়ে পড়েন এবং সেখানকার চলচ্চিত্র শিল্পকে জনপ্রিয় করে তোলেন। সেসময়ের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র হলো 'হুয়াং ফেই হোং' সম্পর্কিত ধারাবাহিক চলচ্চিত্র।

হুয়াং ফেই হোং চীনের ইতিহাসে বিখ্যাত একজন মার্শাল মাস্টার। তাঁকে নিয়ে নির্মিত চলচ্চিত্র দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তাই চলচ্চিত্র কোম্পানির মালিকরা আর্থিকভাবে লাভবান হবার জন্য 'হুয়াং ফেই হোং' সম্পর্কিত চলচ্চিত্র নির্মাণ করতে থাকেন।

এক কথায় বলা যায়, ৫০'র দশকে হংকংয়ের চলচ্চিত্র শিল্পে 'হুয়াং ফেই হোং' সম্পর্কিত ছাড়া অন্যান্য কুংফু চলচ্চিত্র তেমন সমৃদ্ধ ছিলো না। কারণ তখন চলচ্চিত্র কর্মীরা শুধুমাত্র 'হুয়াং ফেই হোং' সম্পর্কিত ধারাবাহিক চলচ্চিত্রের ওপর মনোনিবেশ করতেন বলে বিশ্লেষকরা মনে করেন।

1 2 3 4 5 6 7
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040