Web bengali.cri.cn   
চীনের কুংফু চলচ্চিত্রের সংক্ষিপ্ত ইতিহাস
  2015-02-26 09:49:15  cri



চীনের কুংফু চলচ্চিত্রের ইতিহাস অনেক পুরনো। বলতে গেলে যখন থেকে চীনে চলচ্চিত্রের পথচলা শুরু হয় কুংফু চলচ্চিত্রের শুরুও সেই তখন থেকেই। শুরুতে কুংফু চলচ্চিত্রের নাম ছিলো 'উসিয়া চলচ্চিত্র'। 'একশনধর্মী' চলচ্চিত্র হিসেবে চীনের চলচ্চিত্রের ইতিহাস ও সংস্কৃতিতে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উসিয়া চলচ্চিত্র। এই চলচ্চিত্র চীনে জনপ্রিয় হয়ে উঠার অন্যতম কারণ ছিল হাজার হাজার বছর ধরে প্রচলিত 'উসিয়া উপন্যাস'। চীনের চলচ্চিত্রের ইতিহাসে উসিয়া চলচ্চিত্রের যে ঢেউ তৈরি হয়, তা তখনকার সমাজে প্রচলিত উসিয়া উপন্যাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলো।

এক্ষেত্রে কয়েকজন লেখকের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, যেমন ২০ শতাব্দীর ৩০'র দশকের ওয়াং তু লু এবং ৬০ দশকের চিন ইয়োং, কু লোং ও লিয়াং ইউ শেং প্রমুখ। কারণ তাঁদের সাহিত্যকর্ম সরাসরি উসিয়া চলচ্চিত্রের ওপর প্রভাবে ফেলেছে।

'বার্নিং অব দ্য রেড লোটাস মনাস্টেরি' নামে উসিয়া চলচ্চিত্রের সংখ্যা অনেক বেশি । তবে এসব চলচ্চিত্রের অধিকাংশই 'আউটলজ অব দ্য মার্স' বা 'দ্য সেভেন হর্সেস এ্যান্ড ফাইভ গ্যালেন্টস'সহ শাস্ত্রীয় উপন্যাসের অবলম্বনে নির্মাণ করা হয়। তাই চলচ্চিত্রে উপস্থাপিত গল্পগুলো ছিল জনগণের কাছে খুবই সুপরিচিত।

১৯২৮ সালে শাংহাই মিংশিং চলচ্চিত্র কোম্পানির উদ্যোগে 'বার্নিং অব দ্য রেড লোটাস মনাস্টেরি' নামে চলচ্চিত্র প্রকাশের পরই মূলত উসিয়া চলচ্চিত্রের স্বর্ণযুগ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। পৌরাণিক কাহিনী নির্ভর এসব চলচ্চিত্রের ভৌতিক গল্প দর্শকের কাছে বিশাল আলোড়ন তৈরি করে। আর দর্শকও সমাজে প্রচলিত বিশ্বাস থেকে মনে করেন যে, এ বিশ্বে দেবতা, ভুত ও যাদুবিদ্যা সত্যিই বিদ্যমান রয়েছে।

1 2 3 4 5 6 7
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040