Web bengali.cri.cn   
চীনা ভাষা শিখলে গোটা বিশ্বে বন্ধু পাবে
  2014-11-11 15:23:06  cri


ফারা, ফারিন ও তাঁদের শিক্ষিকা চৌ ইয়ু ওয়েন

গত মাসে আমি চীনের ইয়ুনান প্রদেশের রাজধানী খুনমিং সফর করেছি। তখন সেখানে 'সপ্তম চীনা ভাষা সেতু' শীর্ষক মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের চীনা ভাষার জ্ঞান প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। ২১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইয়ুন নান নোর্মল বিশ্ববিদ্যালয়ে চলে ফাইনাল। বিশ্বের ৭৬টি দেশের ৯২টি বাছাইপর্ব অঞ্চল থেকে ৩৯১ জন শিক্ষক ও শিক্ষার্থী প্রতিযোগিতার ফাইনালে অংশ নিতে সুন্দর খুনমিং শহরে জড়ো হন। এবারের 'চীনা ভাষা সেতু' প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল: 'চীনা ভাষা শিখলে গোটা বিশ্বে বন্ধু পাবে'। এ প্রতিযোগিতার ইতিহাসে এবার সবচে বেশি দেশ ও সবচে বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে।

ইয়ুনান নোর্মল বিশ্ববিদ্যালয়ের শিল্পকলা ইনস্টিটিউটের থিয়েটারে ২৪ অক্টোবর 'মৌখিক ভাষার দক্ষতা প্রতিযোগিতা' এবং ২৫ অক্টোবর 'নাচ-গানের দক্ষতা প্রতিযোগিতা' অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন দেশের চীনা ভাষার শিক্ষার্থীরা চীনা ভাষায় চমত্কার সব অনুষ্ঠান পরিবেশন করে। তাদের পরিবেশনা আমাদের মতো চীনাদেরও মুগ্ধ করেছে। প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের দু'টি সুন্দর মেয়ে ছিল। তারা হচ্ছে ফারা ও ফারিন। ফারা ও ফারিন আপন বোন। তারা একসঙ্গে বাংলাদেশের ঢাকায় চীন আন্তর্জাতিক বেতার ও শান্ত মারিয়াম ফাউন্ডেশনের কনফুসিয়াস ক্লাসরুমে চীনা ভাষা শিখছে। বাংলাদেশে চীনা ভাষা সেতু প্রতিযোগিতার বাছাই পর্বে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করে এই দু'বোন চীনে ফাইনাল প্রতিযোগিতায় অংশ নেয়ার যোগ্যতা অর্জন করে। কনফুসিয়াস ক্লাসরুমের চীনা শিক্ষিকা চৌ ইয়ু ওয়েন তাদের সঙ্গে চীনে আসেন।

ফারা ও ফারিণ

২৪ অক্টোবর মৌখিক ভাষার দক্ষতা প্রতিযোগিতায় ফারা ও ফারিন চীনা ভাষায় 'আমি ও চীনা ভাষা সেতু' শীর্ষক বক্তৃতা দেয়। ২৫ অক্টোবর নাচ গানের দক্ষতা প্রতিযোগিতায় তারা চীনের উসু দেখায়। প্রতিযোগিতার পর তারা দু'বোনই ছিল বেশ উত্তেজিত।

অনেকের কাছে চীনা ভাষার সেতু একটি প্রতিযোগিতা মাত্র। কিন্তু প্রতিযোগীদের কাছে চীনা ভাষার সেতু হচ্ছে সত্যিকারের মৈত্রী সেতু। এই সেতু দিয়ে তারা বিশ্বের বিভিন্ন মহাদেশের বন্ধুদের সঙ্গে যুক্ত হয়েছে।

এ প্রসঙ্গে নেপালের প্রতিযোগী লি ওয়েই বললো, "প্রথমবার যখন চীনা ভাষা সেতুর কথা শুনি, তখন আমার মনে হয়েছে, এটি হয়তো চীনের একটি সেতুর নাম। পরে আমি জানতে পারি, এটা আসল সেতু নয়। শিক্ষক আমাকে জানালেন, চীনা ভাষা সেতুর মাধ্যমে আমি চীনা ভাষার শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারি, চীনে এসে চীনা ভাষা শেখার সুযোগ পেতে পারি এবং চীনের সংস্কৃতি সরাসরি অনুভব করতে পারি। আমি চীনা ভাষা সেতু পছন্দ করি।"

ফারা ও ফারিণ

এ পর্যন্ত চীনা ভাষা সেতু প্রতিযোগিতা সাত বার অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন দেশের প্রতিযোগীর চীনা ভাষার মান এখন অনেক উন্নত হয়েছে। চীনা ভাষা সেতু প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে আরো বেশি বিদেশি শিক্ষার্থী ইয়ুনান নোর্মল বিশ্ববিদ্যালয়কেও জানতে পেরেছে। গত বছর ষষ্ঠ চীনা ভাষা সেতু প্রতিযোগিতায় সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের শিক্ষার্থী ইয়ামেই প্রথম স্থান অধিকার করে। পুরস্কার হিসেবে সে ছয় মাসের বৃত্তি নিয়ে চীনের হানবান বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষায় আরো উচ্চতর দক্ষতা অর্জনের জন্য পড়াশোনা করেছে।

বন্ধুরা, এতোক্ষণ আপনারা চীনের খুনমিংয়ে অনুষ্ঠিত 'সপ্তম চীনা ভাষা সেতু' শীর্ষক চীনা ভাষা প্রতিযোগিতা সম্পর্কিত একটি বিশেষ অনুষ্ঠান শুনলেন। আশা করি, ভবিষ্যতে আরো বেশি শ্রোতাবন্ধু চীনা ভাষা শিখে চীনে আসবেন এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই। (ইয়ু/আলিম)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040