Web bengali.cri.cn   
২০১৪-১০-২৭ দৃষ্টির সীমনায়-শ্রোতার চিঠি ও মতামত
  2014-10-27 17:56:05  cri

সুপ্রিয় বন্ধুরা,

আমার ভালবাসা ও শুভেচ্ছা নিবেন। আশা করছি সবাই ভাল আছেন।

আমি এবং আমাদের ক্লাবের সবাই ভাল আছি।

পরলিপি,

ঈদের ছুটির কারণে গ্রামে গিয়ে বেশ কিছুদিন কাটিয়ে এলাম। এসেই অফিসের কাজে প্রচন্ড ব্যস্ত। তবে নিয়মিত সব আয়োজনের সাথে ছিলাম।

গতকালের (২০-১০-১৪) দৃষ্টির সীমানায় "বিলম্বিত বিয়ের প্রবণতা শীর্ষক অনুষ্ঠানে দারুন মজার মজার বিষয় জানতে পারলাম। আসলে সময় মতো বিয়ে করতে না পারা ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যেই এক ধরনের হীনমন্যতা কাজ করে। অনেকেরই আবার পারিবারিক একটা ব্যপার আছে- যাকে আমরা লেট ম্যারেজ বলে জানি। আবার হয়তো পারিবারিক নানা সমস্যা মেটাতে, পরিবারের অন্যদের দিকে খেয়াল রাখতে গিয়ে ভুলে যায় নিজের বিয়ের কথা। এভাবেই বিলম্বিত বিয়ের ঘটনা ঘটে থাকে। ফেই ফেই আপু আর টুটুল ভাইয়ের উপস্থাপনায় বেশ জমে উঠেীছল ২০ অক্টোবরের অনুষ্ঠান। আমি বেশ উপভোগ করেছি। তবে টুটুল ভাইয়েরও কিন্তু একই অবস্থা হতে যাচ্ছে। আর কিন্তু দেরী করা ঠিক হচ্ছে না।

আমরা কিন্ত আপনার বিয়েতে কব্জি ডুবিয়ে খাওয়ার অপেক্ষায় আছি।

ভাল থাকবেন সবাই।

প্রেরক:

মো: সোহেল রানা হৃদয় (S21MP)

প্রেসিডেন্ট: ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব (FDC)

ঢাকা-১২০৬। বাংলাদেশ।


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040