Web bengali.cri.cn   
২০১৪-১০-২৭ দৃষ্টির সীমনায়-শ্রোতার চিঠি ও মতামত
  2014-10-27 17:56:05  cri
শ্যুয়ে ফেইফেই শিখা আপু । আশাকরি ভালো আছেন।

০৮/০৯/২০১৪ তারিখে বিভিন্ন দেশের মজার মজার আইন নিয়ে "দৃষ্টির সীমনায়" অনুষ্ঠানে খুবই সুন্দর একটি পরিবেশনা শুনলাম। পরিবেশনাটি বেশ উপভোগ্য ছিল। ব্রিটেনের উল্টোভাবে ডাকটিকিট আঁটকানো, যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যে মাতাল হয়েছে এবং নড়বড়েভাবে হাঁটাহাঁটি করা, স্যানসালভাদর নামক দেশে রাস্তায় কোনো মাতাল ড্রাইভারকে দেখা, যুক্তরাষ্ট্রের ভারমোন্ট রাজ্যে কোনো নারী নকল দাঁত লাগানো, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে কোনো অবিবাহিত নারী রোববার প্যারাসুট থেকে জাম্প দেওয়া, ব্রিটেনে সমুদ্রসৈকতে কোনো মৃত তিমি পাওয়া, যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের আইন এটি । ওহাইও রাজ্য মাছকে মাতাল করা, যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে গভীর ঘুমে আচ্ছন্ন কোনো নারীকে চুম খাওয়া, যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে কোনো দোকানের মালিক রোববার একই ক্রেতার কাছে একইসঙ্গে টুথপেস্ট ও ব্রাশ বিক্রি করা, ব্রিটেনে পার্লামেন্ট ভবনে মৃত্যু বরণ করা ইত্যাদি বেশ কিছু মজার মজার আইন সমন্ধে অবগত হলাম। আইন হচ্ছে এমন একটি বিষয় যা রাজার সর্বময় ক্ষমতার চেয়েও আরও অধিক শক্তিশালী। তবে আইন কেবল গুরুগম্ভীর আর কঠিন তা-ই কিন্তু নয়, কখনো কখনো তা হাস্য ও কৌতুকপূর্ণও হয়ে উঠতে পারে। এই আইন গুলো শুধু হাস্যকরই নয়, মহা আজগুবি হাস্যকর আইন বটে।

শুভেচ্ছা ও ধন্যবাদ শ্যুয়ে ফেইফেই আপুকে সুন্দর উপভোগ্য, মজাদার ও আকর্ষনীয় অনুষ্ঠানটি উপহার দেবার জন্য। অনেক অনেক সুখী জীবন আর সুস্বাস্থ্য কামনা করি। আপনাদের সবার জীবনে অনেক অনেক অনেক সুখ, শান্তি আর অনাবিল আনন্দ প্রার্থনায় আজকের মত ইতি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।

মহ: হাফিজুর রহমান ,

ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব ।

পশ্চিমবঙ্গ

ভারত ।

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040