Web bengali.cri.cn   
২০১৪-১০-২৭ দৃষ্টির সীমনায়-শ্রোতার চিঠি ও মতামত
  2014-10-27 17:56:05  cri

সি আর আই, দৃষ্টির সীমানায় !

প্রিয় মিষ্টি শিখা দিদি ও টুটুল ভাই , আমার শুভেচ্ছা ও ভালোবাসা যানবেন !

আশাকরি কুশলে আছেন !

৬ অক্টোবর তারিখে বিশ্বে প্রতি বছর নকল হাস্যকর নোবেল পুরস্কার বিশয় নিয়ে মজার অনুষ্ঠান শুনলাম !

প্রতি বছর আসল নোবেল পুরস্কারের আগে এই হাস্যকরের নোবেল পুরস্কারের কেন এবং কি উদ্দেশ্যে করাহয় ?

প্রিয় শুয়েই ফেই ফেই মিষ্টি শিখা দিদি ও টুটুল ভাই , আপনারা আমার প্রানভরা শুভেচ্ছা ও ভালোবাসা গ্রহন করবেন !

আশাকরি সকলে কুশলে আছেন!

২০ অক্টোবর তারিখের অনুষ্ঠানে বিশ্বের বিভিন্য দেশের মানুষের মধ্যে বেশী বয়সে বিবাহের প্রবনতা বারছে এই শিরনামে অনুষ্ঠান শুনলাম !

অনুষ্ঠান্টি বেশ আকর্ষনিয় ছিলো তাতে কোন সন্দেহ নেই !

আমার অনুভুতি বা মতামত এইযে

এখন বিভিন্য দেশে বেশী বয়শে বিবাহের আসল কারন অর্থনৌতিক !

এখন অর্থনৌতিক ভাবে স্বাবলম্বি না হয়ে অনেকেই বিবাহ করতে চায়না , তাই বেসী বয়সে বিবাহের প্রবনতা বারছে !

ধীরেন বসাক।

ফুলিয়া চটকাতলা নদীয়া .

পশ্চিম বঙ্গ ভারত ,

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040