Web bengali.cri.cn   
সি চিন পিংয়ের সঙ্গে শ্রীলংকার স্পিকারের সাক্ষাত্
  2014-09-17 17:34:12  cri

সেপ্টেম্বর ১৭: চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে আজ (বুধবার) কলম্বোয় শ্রীলংকার স্পীকার ছামাল রাজাপাকশার সাক্ষাত করেন।

সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন শ্রীলংকাকে সার্বক্ষণিক বন্ধু ও অংশীদার মনে করে। তাইওয়ান, তিব্বত বিষয়ে শ্রীলংকার সবসময় চীনের অবস্থানকে সমর্থন করার জন্য কৃতজ্ঞতা জানাই। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভূভাগের অখণ্ডতা রক্ষা করার জন্য শ্রীলংকার প্রচেষ্টাকে চীন সমর্থন করে। চীন আগের মতো ভবিষ্যতেও শ্রীলংকার আর্থ-সামাজিক উন্নয়নে যথাসাধ্য সাহায্য প্রদান করবে। নতুন পরিস্থিতিতে চীন বিদ্যমান সুষ্ঠু ভিত্তিতে একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশমপথ নির্মাণের সুযোগ কাজে লাগিয়ে শ্রীলংকার সাথে পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা জোরদার করবে, সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণ করবে, দু'দেশের সম্পর্কের জন্য নতুন চালিকাশক্তি যোগাবে। তিনি আশা করেন, দু'দেশের আইন প্রণয়ন সংস্থা ও দলের যোগাযোগ জোরদার হবে, স্পীকার ছামাল রাজাপাকশা ও সে দেশের সংসদের আরো বেশি সদস্য চীন সফরের স্বাগত জানাই।

ছামাল বলেন, শ্রীলংকা ও চীনের জনগণের বন্ধুত্বপূর্ণ আদানপ্রদানের ইতিহাস সুদীর্ঘকালের। দু'দেশের ঐতিহ্যিক মৈত্রী গভীর। চীন সক্রিয়ভাবে শ্রীলংকার নির্মাণ প্রক্রিয়া সমর্থন ও অংশগ্রহণ করে, এতে শ্রীলংকার জনগণ উপকার পেয়েছেন । প্রেসিডেন্ট সি চিন পিংয়ের এবারের শ্রীলংকা সফর বলিষ্ঠভাবে দু'দেশের সহযোগিতা ত্বরান্বিত করেছে। শ্রীলংকার সংসদ চীনের জাতীয় গণ কংগ্রেসের সঙ্গে অব্যাহতভাবে বন্ধুত্বপূর্ণ আদানপ্রদান বজায় রাখতে এবং দু'দেশের সম্পর্কোন্নয়ন ত্বরান্বিত করতে চায় বলেও জানান তিনি। (ইয়ু/টুটুল)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040