Web bengali.cri.cn   
শ্রীলংকা-চীন মৈত্রী মজবুত: শ্রীলংকা-চীন মৈত্রী সমিতির চেয়ারম্যান
  2014-09-16 21:02:33  cri

সেপ্টেম্বর ১৬: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং শ্রীলংকায় রাষ্ট্রীয় সফর করার সময় সে দেশের শ্রীলংকা-চীন মৈত্রী সমিতির চেয়ারম্যান আনন্দা গুনাতিলেক দেশটির প্রধান ইংরেজি পত্রিকা 'ডেইলি নিউজ'-এ 'প্রায় ৬৩ বছরের শ্রীলংকা-চীন মৈত্রী পর্যালোচনা' নামে স্বাক্ষরযুক্ত প্রবন্ধ প্রকাশ করেছেন।

প্রবন্ধে বলা হয়েছে, শ্রীলংকা ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইতিহাস থেকে বা আধুনিক কাল থেকে সব সময়ই গভীর ও মজবুত।

প্রবন্ধে আরো বলা হয়েছে, নয়া চীন প্রতিষ্ঠার অল্প দিন পর বিশ্বে কেবল স্বল্প সংখ্যক দেশ নয়া চীনকে স্বীকার করে। শ্রীলংকা তাদের মধ্যে একটি। ১৯৬১ সালে শ্রীলংকা সরকার নয়া চীন স্বীকার করার পর থেকে দু'দেশের বন্ধুত্বপূর্ণ আদান প্রদান শুরু হয়।

১৯৫২ সালে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা না হলেও শ্রীলংকা সরকার চীনের বিরুদ্ধে পশ্চিমাদের অবরোধ অবহেলা উপেক্ষা করে চীনের সঙ্গে 'চাউল ও রাবার বাণিজ্য চুক্তি' স্বাক্ষর করে, যার মধ্য দিয়ে শ্রীলংকা ও চীনের বন্ধুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার ইতিহাস উন্মোচিত হয়। প্রায় ৬৩ বছরে শ্রীলংকা ও চীনের রাজনীতি, অর্থনীতি ও বাণিজ্য, সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা দিন দিন জোরদার হয়েছে। দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিরন্তরভাবে বিকশিত হয়েছে।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের এবারের শ্রীলংকা সফর দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুসম্পন্ন করবে বলেও প্রবন্ধে বলা হয়। (ইয়ু/টুটুল)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040