Web bengali.cri.cn   
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর শান্তিপূর্ণ দায়িত্ব পালন করবে ন্যাটো
  2014-09-05 10:57:29  cri

সেপ্টেম্বর ৫: আফগানিস্তান থেকে বহুজাতিক বাহিনীর সেনা প্রত্যাহারের পর ন্যাটো শান্তিপূর্ণ দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন সংস্থার মহাসচিব অ্যান্ডারস ফগ রাসমুসেন। গতকাল (বৃহস্পতিবার) ব্রিটেনের ওয়েলসের নিউপোর্ট শহরে এ ঘোষণা দেন তিনি।

ন্যাটোর সদস্য দেশগুলোর নেতাদের ২৬তম অধিবেশন বৃহস্পতিবার নিউপোর্টে শুরু হয়েছে। রাসমুসেন এ অধিবেশনে বলেন, আফগানিস্তানের নিরাপত্তা এখনো চ্যালেঞ্জের মুখে। এ বছরের শেষ দিকে ন্যাটো সেনা প্রত্যাহারের পর তিনটি প্রধান কাজ করবে। এর প্রথমটি হচ্ছে স্বল্পমেয়াদী লক্ষ্য অর্জন। অর্থাৎ ন্যাটোর নেতৃত্বে 'আফগানিস্তানকে সহায়তা কার্যক্রম' এর আওতায় ন্যাটোর মিত্রদেশ ও অন্যান্য পক্ষের সঙ্গে আফগান নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ, পরামর্শ ও সহায়তা প্রদানসহ অন্যান্য শান্তিপূর্ণ দায়িত্ব পালন। দ্বিতীয়টি হলো, মধ্যমেয়াদী লক্ষ্য; আফগান নিরাপত্তা বাহিনীকে আর্থিক সহায়তা দেয়া। ন্যাটো আবার ঘোষণা দিয়েছে যে, ২০১৭ সালের আগে আফগান সরকারকে সামরিক শক্তি বজায় রাখার জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা দেয়া। তৃতীয়টি হচ্ছে দীর্ঘমেয়াদী লক্ষ্য; ২০১০ সালে ন্যাটো শীর্ষসম্মেলনে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, ন্যাটো ও আফগানিস্তানের স্থায়ী অংশীদারিত্ব সম্পর্ক স্থাপন করা।

ন্যাটো ২০০৩ সাল থেকে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে। এ পর্যন্ত প্রায় ৪০ হাজার সেনা সেখানে মোতায়েন করা হয়েছে। ২০১২ সালে শিকাগো শীর্ষসম্মেলনের সিদ্ধান্ত অনুসারে ন্যাটো ২০১৪ সালের মধ্যে বেশিরভাগ সেনা প্রত্যাহার করবে এবং অবশিষ্ট সেনারা আফগান নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও লড়াইয়ে সহায়তা দেবে।

(ইয়ু/তৌহিদ)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040